‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শুক্রবার

২৫ জুলাই ২০১৪

৩:৪৬:৪৬ PM
626719

বিশ্বব্যাপী কুদস দিবস পালিত: কোটি জনতার অংশগ্রহণ

ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছে।

আবনা : ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)-এর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সাল থেকে প্রতি রমজানের শেষ শুক্রবার পালিত হয়ে আসছে এ দিবস।
বর্তমানে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা চলতে থাকায় এ বছর বিশ্ব কুদস দিবস বিশেষ মাত্রা পেয়েছে। গত ১৮ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজার আট শতাধিক মানুষ শহীদ হয়েছেন।
গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে আজ কুদস দিবসের শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তারা ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে শ্লোগান দেন।
ইরানের রাজধানী তেহরানসহ দেশের অন্তত ৭৭০টি ছোট-বড় শহরে কুদস দিবসের মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে লাখ লাখ জনতা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বর্বরতার নিন্দা জানান এবং হামলা বন্ধে ইহুদিবাদী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া, কুদস দিবসের মিছিল অনুষ্ঠিত হয়েছে সিরিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন ও জার্মানিসহ বিশ্বের আরো বহু দেশে।#