‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৬ জুলাই ২০১৪

১০:২১:০৮ AM
626883

নাইজেরিয়ায় কুদস দিবসের মিছিলে হামলা ; শিয়া নেতার ৩ পুত্রসহ ২৪ জনের শাহাদাত + ছবি

গতকাল শুক্রবার (২৬শে জুলাই) নাইজেরিয়ার যারিয়া শহরে হাজার হাজার মুসলমানের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিশ্ব কুদস দিবসের মিছিলে সহিংস হামলা চালিয়েছে পুলিশ।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নাইজেরিয়ার কাদুনা প্রদেশের যারিয়া শহরের রোজাদার মুসলমানরা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমআর নামায আদায়ের পর বিশ্বের অপর সকল মুক্তিকামী মুসলমানদের সাথে ফিলিস্তিন ও গাজার জনগণের সমর্থনে এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। অমানবিকভাবে মিছিলটির উপর চড়াও হয়েছে স্থানীয় পুলিশ বাহিনীর সদস্যরা।
মিছিলে অংশগ্রহণকরীদেরকে ধাওয়া করে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় ২৪ জন শিয়া মুসলিম শহীদ এবং অপর ৪০ জন আহত হয়েছেন।
শহীদদের মধ্যে নাইজেরিয়ার বিশিষ্ট শিয়া নেতা ‘শাইখ ইব্রাহিম যাকযাকি’র ৩ পুত্রও রয়েছেন। তারা হলেন; মুহাম্মাদ যাকযাকি, আহমাদ যাকযাকি ও হামিদ যাকযাকি।
প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মাদ যাকযাকি মিছিলেই শহীদ হয়েছেন এবং শাইখ যাকযাকি’র অপর দুই পুত্র গ্রেফতার হওয়ার পুলিশের অমানবিক নির্যাতনে শহীদ হয়েছেন।
যারিয়া শহরে এ মিছিলের আহবানকারী ‘নাইজেরিয়া ইসলামি মুভমেন্ট’ স্থানীয় কর্তৃপক্ষকে কুদস দিবসের মিছিলে শিয়াদেরকে হত্যার বিষয়ে পরিকল্পনা করার অভিযোগে অভিযুক্ত করেছে। এ মুভমেন্টের ভাষ্যমতে শহীদদের মধ্যে একজন নারীও রয়েছেন।
উল্লেখ্য, বিশ্ব কুদস দিবস উপলক্ষে নাইজেরিয়ার ১০টি শহরের জনগণ মিছিল করলেও শুধু যারিয়া শহরের মিছিলে অংশগ্রহণকারীদের উপর হামলা চালিয়েছে পুলিশ।#