‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
রবিবার

২৭ জুলাই ২০১৪

৪:৪৪:০৩ PM
627263

ইসরাইলকে বিপদে ফেলছে নেতানিয়াহু: ব্রেজনস্কি

আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজনস্কি গাজায় ইসরাইলি হামলার জন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিরস্কার করে বলেছেন, এ হামলার ফলে ইসরাইল একঘরে হয়ে যাচ্ছে এবং তেলআবিবের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ বিপদাপন্ন হচ্ছে।

আবনা : আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজনস্কি গাজায় ইসরাইলি হামলার জন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিরস্কার করে বলেছেন, এ হামলার ফলে ইসরাইল একঘরে হয়ে যাচ্ছে এবং তেলআবিবের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ বিপদাপন্ন হচ্ছে।
সম্প্রতি সিএনএন টিভি'র ফরিদ জাকারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
জেবিগনিউ ব্রেজনস্কি বলেছেন, সাগর উপকূলে অবস্থিত গাজাকে বেসামরিকিকরণের যে লক্ষ্য নিয়ে নেতানিয়াহু সেখানে হামলা শুরু করেছেন তা সফল হবে না।
তিনি বলেছেন: 'আমার মতে নেতানিয়াহু খুবই মারাত্মক ভুল করছেন। হামাস যখন কার্যত ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে শরিক হওয়ায় ইসরাইলের সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের বিষয়টিও মেনে নিয়েছিল পরোক্ষভাবে; কিন্তু নেতানিয়াহু হামাসকে অপবাদ দেয়ার জন্য তিন ইসরাইলি কিশোর হত্যার দায় হামাসের ওপর চাপিয়ে দেয় কোনো প্রমাণ ছাড়াই এবং এই মিথ্যা অজুহাতের বিষয়ে প্রচারণা চালিয়ে ইসরাইলি জনমতকে ক্ষুব্ধ করে তোলার চেষ্টা চালান যাতে গাজায় ইসরাইলি হামলাকে বৈধতা দেয়া যায় ।'
তিনি আরো বলেছেন: 'এভাবে নেতানিয়াহু ইসরাইলকে একঘরে করছেন এবং ইসরাইলের দীর্ঘ মেয়াদি ভবিষ্যৎকেও বিপদাপন্ন করছেন; আর আমাদের (মার্কিন সরকারের) উচিত এটা স্পষ্টভাবে বলা যে এই নীতিকে মোটেই সমর্থন দিচ্ছি না আমরা, বরং আমরা এ নীতি প্রত্যাখ্যান করছি। নেতানিয়াহুর এ নীতির ফলে আমরা ও বাদবাকি বিশ্ব সমাজ জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষাকে বৈধতা দেয়ার কিছু পদক্ষেপ নিতে বাধ্য হতে পারি।' #