‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
রবিবার

২৭ জুলাই ২০১৪

৪:৪৮:২৭ PM
627264

গাজা যুদ্ধে যেতে অস্বীকার করছে ইসরাইলের রিজার্ভ সেনারা

ইহুদিবাদী ইসরাইলের কয়েক ডজন রিজার্ভ সেনা গাজা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেছেন। একইসঙ্গে তারা অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা বন্ধ করতে লিখিত আবেদনও জানিয়েছেন।

আবনা : ইহুদিবাদী ইসরাইলের কয়েক ডজন রিজার্ভ সেনা গাজা যুদ্ধে  অংশ নিতে অস্বীকার করেছেন। একইসঙ্গে তারা  অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা বন্ধ করতে লিখিত আবেদনও জানিয়েছেন।
ইসরাইলি সেনাসুত্রে বলা হয়েছে, সাবেক ছয় সৈন্যসহ অন্তত ৫০ জন ইসরাইলি রিজার্ভ সেনা লিখিত এক আবেদনে  সই করেছেন। সেখানে তারা অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানিয়েছেন।
এছাড়া  তারা আরব বংশদ্ভূত ইহুদি ও নারীদের সঙ্গে ইসরাইলি বাহিনীর বৈষম্যমূলক নীতি ও বিমাতাসুলভ আচরণেরও নিন্দা জানিয়েছেন। ইসরাইলি রিজার্ভ সেনারা তাদের আবেদনে বলেন, ইসরাইলি সরকার রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান না করে পেশিশক্তির ব্যবহার করছে। তাই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এই অসম যুদ্ধ অনন্তকাল ধরে চলতেই থাকবে।   
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় আরেক ইহুদিবাদী সেনা নিহত হওয়ার পর এসব রিজার্ভ সেনার পক্ষ থেকে গাজা যুদ্ধে না যাওয়ার  লিখিত আবেদনের খবর এল।
২০ দিনের অসম লড়াইয়ে হামাস বীরদের হাতে ৪৩ জনেরও বেশি ইসরাইলি সেনা খতম হয়েছে। অবশ্য হামাস দাবি করেছে, তারা অন্তত ৯০ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে।  বিগত কয়েক বছরে বিশ্ববাসী ইসরাইলি বাহিনীর এত সেনা নিহতের দৃশ্য দেখে  নি।   তাছাড়া, হামাসের হামলায় আরো অন্তত ১২৬ সেনা আহত হয়ে হাসপাতালে কাতড়াচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন সপ্তাহের ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১,০৫২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরো ৬,০০০ ফিলিস্তিনি।#