‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
সোমবার

২৮ জুলাই ২০১৪

৬:০৫:১০ AM
627348

‘হামাস তাদের সামরিক শক্তির মাত্র তিন শতাংশ ব্যবহার করেছে’

ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান লেবাননের কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাতে বলেছেন, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা তাদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র তিন শতাংশ ব্যবহার করেছে।

আবনা: ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান লেবাননের কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাতে বলেছেন, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা তাদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র তিন শতাংশ ব্যবহার করেছে।
ইরানের স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুত সফররত আমির আব্দুল্লাহিয়ান দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনিরা অত্যন্ত সুশৃঙ্খল ও শক্তিমত্ত্বার সঙ্গে ইসরাইলি আগ্রাসন মোকাবেলা করে যাচ্ছে এবং এ পর্যন্ত মোট সামরিক শক্তির মাত্র তিন শতাংশ তারা ব্যবহার করেছে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তার দেশ গাজার অসহায় মানুষদের জন্য চিকিত্সা সামগ্রী ও খাদ্য পাঠাতে প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে আমরা মিশর সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছি। #