‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

৩০ জুলাই ২০১৪

৩:৪৯:০০ AM
627704

১ হামাস কমান্ডোর হাতে ৫ ইসরাইলি সেনা নিহত: এএফপি

গাজায় আগ্রাসন চালাতে গিয়ে একজন ফিলিস্তিনি কমান্ডোর হাতে এক অফিসারসহ পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

আবনা : গাজায় আগ্রাসন চালাতে গিয়ে একজন ফিলিস্তিনি কমান্ডোর হাতে এক অফিসারসহ পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ (মঙ্গলবার) সকালে জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্তবর্তী নাহাল ওজ এলাকায় সোমবার এসব সেনা নিহত হয়।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন কমান্ডো ভূগর্ভস্থ টানেল দিয়ে এসে ওই পাঁচ ইসরাইলি সেনাকে জাহান্নামে পাঠান। হামাসের ওই কমান্ডো জীবিত অবস্থায় গাজায় ফিরে গেছেন।
ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, "পদাতিক সৈন্য ড্যানিয়েল কেডমি (১৮), ব্যারকি ইশাই শোর (২১), সাগি ইরেজ (১৯) ও ডোর ডেরি (১৮) নিহত হয়েছে। তবে নিহত পঞ্চম সেনার নাম প্রকাশ করা যাবে না।" ইহুদিবাদী সেনাদের বিবৃতি দেখে মনে হচ্ছে, নিহত পঞ্চম সেনা ইসরাইলের কোনো পদস্থ সেনা কর্মকর্তা।
এ নিয়ে তেল আবিবের স্বীকারোক্তি অনুযায়ী শুধুমাত্র সোমবার হামাসের হাতে ১০ ইসরাইলি সেনা নিহত হলো। অর্থাৎ ইসরাইল গত ২১ দিনের গাজা যুদ্ধে নিজের ৫৩ সেনার নিহত হওয়ার কথা স্বীকার করলো। এ ছাড়া হামাসের রকেট হামলায় নিহত হয়েছে আরো তিন ইহুদিবাদী বেসামরিক ব্যক্তি। তবে হামাস বলেছে, তারা অন্তত ১১০ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে।
একজন হামাস কমান্ডারের হামলায় এমন সময় অফিসারসহ পাঁচ ইসরাইলি সেনা নিহত হলো যখন ইহুদিবাদীরা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে সুসজ্জিত ও চৌকস সেনাবাহিনী বলে দাবি করে। অন্যদিকে হামাস সেই অবরুদ্ধ ভূখণ্ডে বসে প্রশিক্ষণ নিয়েছে যা চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে মানবতার শত্রু ইসরাইল।#