‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

২ আগস্ট ২০১৪

৫:০০:৪৩ PM
628409

গাজায় আমাদের পরাজয় হয়েছে: ইসরাইলি মন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যায় ইহুদিবাদী ইসরাইলের পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন দখলদার সরকারের পর্যটনমন্ত্রী উজি ল্যানদাউ।

আবনা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যায় ইহুদিবাদী ইসরাইলের পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন দখলদার সরকারের পর্যটনমন্ত্রী উজি ল্যানদাউ।
গতকাল (শুক্রবার) এক টিভি সাক্ষাৎকারে তিনি তার ভাষায় বলেছেন, গাজায় ব্যাপক আকারে সেনা অভিযান চালানোর পরও একটি লক্ষ্যও অর্জন কো সম্ভব হয় নি। সেই সঙ্গে ইসরাইলের গভীর অভ্যন্তরে হামাসের রকেট ছোঁড়াও প্রতিরোধ করা যায় নি।
সাক্ষাৎকারে ইসরাইলের এ মন্ত্রী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতিরও সমালোচনা করেন। এছাড়া, ইসরাইলের ক্ষয়ক্ষতিতে হতাশা ও হামাসের হামলার সক্ষমতায় বিস্ময় প্রকাশ করেন ল্যানদাউ। হামাসের হামলায় এবার ইসরাইল তার বেনগুইরন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়। সবশেষে তিনি বলেন, হামাসের মোকাবেলায় অব্যাহত ব্যর্থতা ইসরাইলের দুর্বলতা ধরা পড়বে এবং ইসরাইল-বিরোধী সংগঠনগুলো তেল আবিবের বিরুদ্ধে হামলা জোরদার করবে।#