‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
সোমবার

১ সেপ্টেম্বর ২০১৪

১:৪৮:৫৩ AM
634836

নাইজেরিয়া: ফের বোকো হারামের নৃশংসতা; বহু বেসামরিক ব্যক্তি নিহত

নাইজেরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘বোকো হারাম’ ক্যামেরুনের সীমান্তবর্তী দু’টি শহরে ফের নৃশংসতা চালিয়েছে।

আবনা : নাইজেরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘বোকো হারাম’ ক্যামেরুনের সীমান্তবর্তী দু’টি শহরে ফের নৃশংসতা চালিয়েছে। এতে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল (শনিবার) সন্ত্রাসীরা নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় গামবোরু ও গালা শহরে এসব হত্যাকাণ্ড চালায়। কয়েক দিন আগে শহর দু’টির নিয়ন্ত্রণ নিয়েছে বোকো হারাম। সন্ত্রাসীদের পাশবিক হামলা থেকে বাচঁতে  পাশ্ববর্তী দেশ ক্যামেরুনের ফটোকল শহরেও অনেকেই আশ্রয় নিয়েছে।
ফটোকলে আশ্রয় নেয়া এক ব্যক্তি বলেন, বোকো হারাম মানুষকে মুরগীর মতো ধরে ধরে হত্যা করছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা প্রথমে বাছাইকৃত ব্যক্তিদের হত্যা করে এবং পরে তারা সবার ওপর গণহত্যা চালায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা শহরের একজন ধর্মীয় নেতা ও একটি ট্রেড ইউনিয়নের প্রধানকেও হত্যা করেছে।
বোকে হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তারা বরনো রাজ্যের কয়েকটি শহর নিয়ন্ত্রণ করছে। #