‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারী ২০১৫

১:৩৩:২৮ PM
671643

নাইজার সেনাবাহিনীর অভিযানে ১৬০ বোকো হারাম সন্ত্রাসী আটক

নাইজেরিয়ার সীমান্তের নিকটবতী একটি এলাকা থেকে বোকো হারাম সন্ত্রাসী দলের ১৬০ সন্ত্রাসীকে আটক করেছে নাইজার সেনাবাহিনী।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নাইজেরিয়া এবং এর প্রতিবেশী দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে বোকো হারাম সন্ত্রাসীদের বিভিন্ন সন্ত্রাসী হামলা ঠেকাতে পরিচালিত এক অভিযানে নাইজার সেনাবাহিনী ১৬০ জন বোকো হারাম সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সিএনএন জানিয়েছে, গত দু’দিনে নাইজেরিয়া সীমান্তবর্তী ‘দিফা’ অঞ্চলে পরিচালিত অভিযানে ১৬০ জন বোকো হারাম সন্ত্রাসীকে আটক করেছে নাইজার সেনাবাহিনী। বোকো হারাম সন্ত্রাসীদের মূল টার্গেট নাইজেরিয়া হলেও সম্প্রতি নাইজার, ক্যামেরুন ও চাদসহ নাইজেরিয়ার প্রতিবেশী দেশগুলোর কিছু কিছু অঞ্চলে হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী এ দলটি। ফলশ্রুতিতে বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে আফ্রিকার বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত হয়েছে একটি যৌথ বাহিনী।# (সিএনএন, ফারস)

নাইজার সেনাবাহিনীর অভিযানে ১৬০ বোকো হারাম সন্ত্রাসী আটক

নাইজেরিয়ার সীমান্তের নিকটবতী একটি এলাকা থেকে বোকো হারাম সন্ত্রাসী দলের ১৬০ সন্ত্রাসীকে আটক করেছে নাইজার সেনাবাহিনী।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নাইজেরিয়া এবং এর প্রতিবেশী দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে বোকো হারাম সন্ত্রাসীদের বিভিন্ন সন্ত্রাসী হামলা ঠেকাতে পরিচালিত এক অভিযানে নাইজার সেনাবাহিনী ১৬০ জন বোকো হারাম সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সিএনএন জানিয়েছে, গত দু’দিনে নাইজেরিয়া সীমান্তবর্তী ‘দিফা’ অঞ্চলে পরিচালিত অভিযানে ১৬০ জন বোকো হারাম সন্ত্রাসীকে আটক করেছে নাইজার সেনাবাহিনী। বোকো হারাম সন্ত্রাসীদের মূল টার্গেট নাইজেরিয়া হলেও সম্প্রতি নাইজার, ক্যামেরুন ও চাদসহ নাইজেরিয়ার প্রতিবেশী দেশগুলোর কিছু কিছু অঞ্চলে হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী এ দলটি। ফলশ্রুতিতে বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে আফ্রিকার বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত হয়েছে একটি যৌথ বাহিনী।# (সিএনএন, ফারস)