‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
রবিবার

৮ মার্চ ২০১৫

১১:৩৭:১১ AM
675424

নাইজেরিয়ার বোরনো প্রদেশে ধারাবাহিক বোমা হামলা: নিহত ৪৭

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর মাইডুগুরিতে পরপর তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছে।

আবনা : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর মাইডুগুরিতে পরপর তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এসব হামলা চালিয়েছে বলে সরকার অভিযোগ করেছে।
বোরনো প্রদেশের রাজধানী মাইডুগুরির একটি মাছের বাজারে আজ (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী প্রথম হামলাটি চালায়। এতে ঘটনাস্থলেই ১৮ ব্যক্তি প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয় আরো প্রায় অর্ধশত নিরীহ মানুষ।
এর প্রায় এক ঘন্টা পর শহরের জনপ্রিয় ‘মানডে মার্কেটে’ আরেকটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এ হামলায় নিহত হয় আরো ১৫ জন। আত্মঘাতী কোনো ব্যক্তি দ্বিতীয় হামলাটি চালিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
দ্বিতীয় হামলার প্রায় আধাঘন্টার পর মাইডুগুরির একটি বাস টার্মিনালে আরেকটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বর্বরোচিত এ হামলায় আরো ১৪ জন নিহত হয়।
বোরনো প্রদেশের বিচার বিভাগীয় কমিশনার কাকা শেহু এসব হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এসব হামলা চালিয়েছে। সরকারি অভিযানে একের পর এক গ্রাম ও শহর হাতছাড়া হয়ে যাওয়ায় সন্ত্রাসীরা নিরপরাধ সাধারণ মানুষকে টার্গেট করে পৈশাচিকতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।#