‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১০ মার্চ ২০১৫

২:০৪:০৬ PM
675905

নাইজেরিয়ায় ৩ বিস্ফোরণে ৯৭ জন হতাহত + ছবি

নাইজেরিয়ার মাইদোগুরি শহরে বোমা বিস্ফোরণে অন্তত ৯৭ জন হতাহত বলে জানিয়েছে শহরের হাসপাতাল সূত্র।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বোকো হারাম সন্ত্রাসীদের একসময়কার আস্তানা নাইজেরিয়ার মাইদোগুরি শহরে গত শনিবার তিনটি বিস্ফোরণে অন্তত ৪৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
প্রথম বিস্ফোরণ স্থলে উপস্থিত বুরনো প্রদেশের মত্স শিকারী ইউনিয়নের কর্মকর্তা আবু বাকার গামান্দি বলেন : বিস্ফোরণে নিহতদের সংখ্যা ৪৭ ছাড়িয়ে গেছে এবং অন্তত ৫০ জন এতে আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। এ বিষয়টি সত্যায়িত করেছে হাসপাতাল সূত্র এবং স্থানীয় আত্মরক্ষী গণবাহিনীর একটি দলের নেতা ‘ডানালোমি আজাউকোটা’।
গামান্দির ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল ১১:২০ মিনিট ঘটানো হয়। আত্মঘাতী এক ব্যক্তি তার সাথে থাকা এক্সপ্লোসিভ ভর্তি বেল্টটি ‘বাগা’ মত্স বাজারে বিস্ফোরণ ঘটালে অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়।
সম্প্রতি মাসগুলোতে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বোকো হারাম সন্ত্রাসী গ্রুপ।
মাইদোগুরি থেকে ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, প্রথম বিস্ফোরণের এক ঘন্টা পর মান্দি মার্কেটে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। এতে নিহত হয়েছে অন্তত ১৫ ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছে, অপর দু’টি বিস্ফোরণও ছিল আত্মঘাতী। কিন্তু এ বিষয়টি কোন সূত্র সত্যায়িত করেনি।
এদিকে আজাউকোটার ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণগুলোর পরস্পরের সাথে মিল থাকায় এ শহরের সকল বাজার বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ। নাইজেরিয়া সেনাবাহিনী –যারা এদেশের উত্তর-পূর্ব অঞ্চলে বোকো হারামের অগ্রসরের পথে বাধা সৃষ্টি না করার কারণে সমালোচিত- ঘোষণা করেছে : প্রতিবেশী দেশের -বিশেষ করে চাদের- সৈন্যদের সহযোগিতায় বিগত সপ্তাহগুলোতে বোকো হারামের কবল থাকে বেশ কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে তারা।
উল্লেখ্য, বোকো হারাম সন্ত্রাসীদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ফলে ২০০৯ সাল থেকে এ নাগাদ ১৩ হাজার লোক নিহত এবং ১৫ লক্ষাধিক লোক গৃহহারা হয়েছে।#