‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

২৫ মার্চ ২০১৫

৫:৩৮:৪২ PM
678948

নাইজেরিয়ার শহর থেকে ৫০০ শিশুকে অপহরণ করেছে বোকো হারাম

নাইজেরিয়ার দামাসাক শহর থেকে পালানোর সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম প্রায় ৫০০ শিশুকে অপহরণ করে নিয়ে গেছে।

আবনা : নাইজেরিয়ার দামাসাক শহর থেকে পালানোর সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম প্রায় ৫০০ শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত এ সব হতভাগ্য শিশুর বয়স ১১ বছর বা তার চেয়ে কম বলে জানা গেছে।
চাদ এবং নাইজারের সেনাদের সহায়তায় চলতি মাসের গোড়ার দিকে এ শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় নাইজেরিয়ার সেনাবাহিনী। এর আগে প্রায় চারমাস নাইজেরিয়ার বোরনো প্রদেশের দামাসাক শহরকে নিয়ন্ত্রণ করেছে বোকো হারাম।
বোরনো প্রদেশের কর্মকর্তারা বলেছেন, অপহৃত শিশুদের নিজেদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেয় বোকো হারাম। এ সব প্রতিষ্ঠানে ১৬ থেকে ২৫ বছর বয়সি তরুণদের পৈশাচিক অপরাধ করার প্রশিক্ষণ দেয় এ সন্ত্রাসী গোষ্ঠী।
গত সপ্তাহে এ শহরের একটি সেতুর কাছে ৭০টি গলিত মৃতদেহ উদ্ধার করা হয় এবং এ সব মৃতদেহের অনেকগুলোর অঙ্গপ্রত্যঙ্গ কাটা ছিল।দামাসাক শহরটি নাইজারের সীমান্তের কাছে অবস্থিত।
এর আগে বোরনো প্রদেশের চিবুক শহর থেকে গত বছরের এপ্রিলে বোকো হারাম  দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল। এ নিয়ে তখন বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল।#