‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শুক্রবার

২৭ মার্চ ২০১৫

১২:৪০:০৮ AM
679243

মুবারকের স্বরাষ্ট্রমন্ত্রীকে বেকসুর খালাস দিল মিশরের আদালত

মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে দেশটির একটি আদালত।

আবনা : মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে দেশটির একটি আদালত। মুবারকের স্বৈরশাসনকে পাকাপোক্ত করার কাজে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করে 'মিশরের কসাই' খ্যাতি পেয়েছিলেন আদলি। কিন্তু মুবারকেরই তাবেদার বর্তমান সিসি সরকারের আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছে।
বুধবার তার বিরুদ্ধে আনীত সর্বশেষ দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার পর আদলির কারাগার থেকে মুক্তির পথ সুগম হয় এবং আজ তিনি মুক্তি পান। ক্ষমতার অপব্যবহার করে দুই কোটি ৩৭ লাখ ডলারের সমপরিমান অর্থ আত্মসাতের অভিযোগ থেকে বুধবার তাকে খালাস দেয় একটি আদালত।
১৯৯৭ সাল থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মুবারকের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আদলি। এই ১৪ বছরে ইখওয়ানুল মুসলিমের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্মম দমন অভিযান পরিচালিত হয়েছে তারই নেতৃত্বে। এ ছাড়া, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মুবারক বিরোধী গণআন্দোলনে যে ৮০০ মানুষ নিহত হয়েছিল তার জন্য অন্যতম প্রধান দায়ী ছিলেন এই আদলি।
হোসনি মুবারক সরকারের পতনের পরপরই আদলিকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ২০১৩ সালের ৩ জুলাই মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। এর মাধ্যমে ২০১১ সালের প্রবল গণআন্দোলনের সব অর্জন ব্যর্থ হয়ে যায়। এই ব্যর্থতার জন্য বিপ্লব পরবর্তী সময়ে ক্ষমতা হাতে পাওয়া ইখওয়ানুল মুসলিমিনের বড় বড় কিছু ভুলকে দায়ী করা হয়।#