‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৮ মার্চ ২০১৫

১২:৪৬:৫৭ AM
679471

মহানবি (স.) এর মাজার যেয়ারত করলেন ওমর আল বশির + ছবি

মক্কা সফরে ওমরাহ পালনসহ মদিনায় হযরত মহানবি (স.) এর মাজার যেয়ারত করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির গত বুধবার (২৫শে মার্চ) সৌদি বাদশা’র সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন। এ সময় তিনি পবিত্র মক্কা নগরিতে ওমরাহ হজ্ব পালন করেন। ওমরাহ পালন শেষে তিনি মদিনা মুনাওয়ারায় হযরত মহানবি (স.) এর পবিত্র মাজারও যেয়ারত করেন।
সুদানের প্রেসিডেন্ট তার রিয়াদ সফরের অবকাশে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের বিষয়ে দাবী করেছেন : পারস্য উপসাগরীয় দেশসমূহের প্রকল্পকে স্বাগত জানানোর হওয়ার বিষয়ে বহু আশা ছিল, কিন্তু দুঃখজনকভাবে একে স্বাগত জানানো হয়নি। ফলে সামরিক হস্তক্ষেপ ছাড়া আর কোন পথ খোলা ছিল না।
ওমর আল-বশির বলেন : যখন স্পষ্ট হল যে, হুথিরা তাদের নিজস্ব প্রকল্প –যার মাধ্যমে তারা এডেনে পৌঁছুতে সক্ষম হয়েছে- বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবে, তখন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়টি গুরুত্ব পায়। এ হস্তক্ষেপ ছিল অত্যন্ত জরুরী ও অবিলম্ব যোগ্য।
রিয়াদ ও খার্তুমের মাঝে সুসম্পর্ক রয়েছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : আরব দেশসমূহের নিরাপত্তা অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। আমরা বিভিন্ন গৃহযুদ্ধ এবং আরবি সরকারসমূহের পতনের সাক্ষী রয়েছি। কিছু কিছু আরব দেশে উদ্বেগ বৃদ্ধির ক্ষেত্রে অভ্যন্তরিন কারণসমূহ ছিল প্রভাবশালী। ফলশ্রুতিতে কোন আরব দেশই এ ধরনের ঘটনার প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম নয়।
সৌদি বাদশা ‘কিং সালমান বিন আব্দুল আযিযে’র সাথে এ সাক্ষাতে উভয় পক্ষের সম্পর্ক এবং এ সম্পর্ককে শক্তিশালী করার বিভিন্ন পন্থাসহ মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন ওমর আল-বশির।#