‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

১ এপ্রিল ২০১৫

২:৪৯:৫১ PM
680511

নাইজেরিয়া: বুহারি বিজয়ী; পরাজয় মেনে শুভেচ্ছা জানালেন জনাথন

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গুডলাক জনাথনকে হারিয়ে বিরোধী প্রার্থী মুহাম্মাদু বুহারি বিজয়ী হয়েছেন।

আবনা :  নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গুডলাক জনাথনকে হারিয়ে বিরোধী প্রার্থী মুহাম্মাদু বুহারি বিজয়ী হয়েছেন। বিজয় লাভের পর এক বিবৃতিতে তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের কোনো ক্ষতি করবেন না।
এর আগে গতরাতেই গুডলাক জনাথন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মুহাম্মদু বুহারিকে টেলিফোনে অভিনন্দন জানান এবং পরাজয় মেনে নেন।
জনাথনের চেয়ে প্রায় ২৫ লাখ ভোট বেশি পেয়েছেন বুহারি। তিনি এর আগে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছিলেন। এবার তিনি বেশ কয়েকটি বিরোধী দল নিয়ে জোট গঠনের পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নেতৃত্বাধীন জোট দুর্নীতি দমন এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
জেনারেল মুহাম্মাদু বুহারি ১৯৮৩ সালে এক অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে আরেকটি অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান এবং তিন বছর কারাবন্দী ছিলেন।#