‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Jugantor
শুক্রবার

৩ এপ্রিল ২০১৫

৭:২৩:৫৭ AM
680800

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা ; নিহত ১৪৭

কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব জঙ্গীদের হামলায় ১৪৭জন নিহত হয়েছে বলে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

আবনা : কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব জঙ্গীদের হামলায় ১৪৭জন নিহত হয়েছে বলে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।
কেনিয়ার উত্তর পূর্বের সোমালিয়া সীমান্তে এই বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা ভোরে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্র-ছাত্রীদের জিম্মি করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা ক্রিশ্চিয়ানদের আলাদা করে হত্যা করে। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৫০০জন ছাত্রকে উদ্ধার করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে চারজন হামলাকারীও রয়েছে।
গ্যারিসাসহ সোমালি সীমান্তলগ্ন চারটি অঞ্চলে সান্ধ্য আইন জারি করা হয়েছে। বন্দুকধারীদের হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
সরকারের তরফ থেকে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়েছে এবং তারা ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পার্শ্ববর্তী দেশ সোমালিয়ার আল শাবাব জঙ্গি সংগঠনের নিয়মিত লক্ষ্যবস্তুতে রয়েছে কেনিয়া।
বার্তা সংস্থা রয়টার্সকে একজন পুলিশ সদস্য বলেছেন পাঁচজন মুখোশপরা বন্ধুকধারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। কেনিয়ার রেড ক্রস বলছে প্রায় ৫০ জনের মত শিক্ষার্থী বের হয়ে আসতে পেরেছে। তবে সঠিক সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজন ভিতরে আটকা রয়েছে।#