‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৩ এপ্রিল ২০১৫

৮:০৮:১৪ AM
680804

পতাকা হাতে তিকরিতের সড়কে আল-ইবাদি + ছবি

তিকরিত শহর মুক্ত হওয়ার পর ইরাকি পতাকা হাতে শহরের সড়কে জনগণের সাথে যোগ দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-ইবাদি, আইএসআইএল সন্ত্রাসীদের কবল থেকে সালাউদ্দীন প্রদেশের প্রাণকেন্দ্র ‘তিকরিত’ মুক্ত হওয়ার পর এ শহর সফর করলেন। পতাকা হাতে শহরের রাস্তায় নেমে তিনি বলেছেন, ‘ইরাকীদের হাতেই এ বিজয় অর্জিত হয়েছে’।

হায়দার আল-ইবাদি বলেন : তিকরিত হচ্ছে এ প্রদেশের রাজধানী। অনতি বিলম্বে গভর্নর বিভাগীয় পরিষদের সদস্যদের প্রতি সভার আহবান জানাবেন ইনশা আল্লাহ। যাতে মেরামত-সংস্কার ও শহর পরিচ্ছন্নকরণ অভিযান দ্রুত শুরু করা যায়। প্রদেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনী প্রদেশ এবং এর জনগণকে বিপদমুক্ত রাখার বিষয়ে সহযোগিতা করবে। পরিপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার পর শহরের বাসিন্দারা নিজ নিজ বাড়ী-ঘরে ফিরে আসবে এবং গোটা ইরাক মুক্ত হবে।

তিকরিত শহর ও সালাউদ্দীন প্রদেশের উত্তর অঞ্চল মুক্ত হওয়ার পর মসুলের দিকে অগ্রসর হবে সৈন্যরা। ইরাকি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ‘অতি শীঘ্রই নাইনাভা প্রদেশ মুক্ত করার অভিযানও শুরু হবে।’

উল্লেখ্য, তিকরিত বিজয়; মসুল বিজয়ের চাবিকাঠি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় যে, কেন মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ আগত দিনগুলোর বিষয়ে উদ্বিগ্ন।#