‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৬ এপ্রিল ২০১৫

৪:১০:৫৪ PM
681618

সৌদিতে শিয়া অধ্যুষিত এলাকায় সশস্ত্র সংঘর্ষ ; ৩ পুলিশ হতাহত

সৌদি আরবের শিয়া অধ্যুষিত এক এলাকায় গোলাগুলির ঘটনায় সৌদি পুলিশের এক সদস্য নিহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কাতিফ অঞ্চলের ‘আল-আওয়ামিয়া’ শহরে সশস্ত্র এক সংঘর্ষে সৌদি পুলিশের ১ সদস্য নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে।

সরকার বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করে পুলিশ বাহিনীর একজন সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি গণমাধ্যম।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মূখপাত্র মেজর জেনারেল ‘মানসুর আত-তুরকি’ জানিয়েছেন, আল-আওয়ামিয়া এলাকায় সশস্ত্র সংঘর্ষের ঘটনায় পুলিশ বাহিনীর এক সদস্য নিহত এবং অপর ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জন পুলিশ এবং ২ জন বেসামরিক লোক।

তিনি দাবী করেন : গতকাল (রোববার) পুলিশ আল-আওয়ামিয়া এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র, কোল্ট এবং গুলি উদ্ধার করে। ঐ সময় পাশের একটি ভবন থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুলি চালালে পুলিশও এর পাল্টা জবাব দেয়। এ ঘটনার সাথে জড়িত ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি বলেন : সংঘর্ষের এক পর্যায়ে সার্জেন্ট ‘শামাজেদ বিন তুরকি আল-কাহতানী’ গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঐ গোলাগুলিতে এক সৌদি নাগরিক এবং এক বিদেশী আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং যোগাযোগের কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

আল-আওয়ামি অঞ্চলটি হচ্ছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত একটি শহর। সৌদি আরবের তেল সম্পদের বিরাট একটি অংশ এ অঞ্চলেই অবস্থিত। আলে সৌদ সরকারের ক্ষমতাসীন হওয়ার পর থেকে এ অঞ্চলের শিয়ারা বঞ্চিত ও চরম দারিদ্রতার মাঝে দিনাতিপাত করছে। বর্তমানেও তাদের অবস্থায় কোন পরিবর্তন আসেনি। এছাড়া শিয়াদেরকে এদেশের যে কোন ধরনের উচ্চতর পদ থেকে বঞ্চিত করা হয়।

উল্লেখ্য, সৌদি সরকার বিরোধীদের সাথে পুলিশের এ সংঘর্ষ চলতি বছরে প্রথমবারের মত ঘটলো।#