‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৮ এপ্রিল ২০১৫

৫:৩৮:৫৪ AM
681894

তিকরিতে ১৪টি গণকবরের সন্ধান লাভ

গত সপ্তাহে তিকরিত শহর মুক্ত হওয়ার পর এ পর্যন্ত ১৪টি গণকবরের সন্ধান পেয়েছে ইরাক পুলিশ।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পুলিশ সূত্র জানিয়েছে, এ সকল কবরে শহরের উপকণ্ঠে নিহত শত শত ইরাকি সেনাকে দাফন করা হয়েছে।

হতভাগ্য কিছু কিছু সৈন্যদের লাশ ইরাকের স্বৈরাচারী সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাসাদের ভেতরে বড় বড় গর্তের মধ্যে পাওয়া গেছে; যাদের অধিকাংশেরই হাত বাঁধা ছিল।

ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মূখপাত্র বলেছেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা এ নাগাদ ৪৭ জনের লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, আরো বহু লাশ রয়েছে।

ফরেনসিক বিভাগের কর্মকর্তা আলী তাহের বলেন, লাশগুলোর পরিচয় নিশ্চিত করতে তাদের ডিএনএ পরীক্ষার জন্য বাগদাদে প্রেরণ করা হবে।

২০১৪ সালের জুন মাসে তিকরিতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর স্পাইকার বিমান ঘাঁটিতে ১ হাজার ৭০০ সেনাকে হত্যার পর হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ করেছিল আইএসআইএল। বিবিসির বর্ণনা অনুযায়ী, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক দখলের পর থেকে এ পর্যন্ত, স্পাইকার বিমান ঘাঁটির গণহত্যার ঘটনা ছিল সবচে বর্বর।

হিউম্যান রাইটস ওয়াচ ২০১৪ সালের ডিসেম্বর মাসে আকাশ থেকে তোলা ছবিতে গণকবরগুলোর সম্ভাব্য স্থানের ছবি প্রকাশ করেছিল।

উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-ইবাদি সম্প্রতি ঘোষণা করেছেন, সৈন্যদের হত্যার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।# প্রেসটিভি, বিবিসি