‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৮ এপ্রিল ২০১৫

১:৪৫:৫৭ PM
686990

কোয়েটায় তাকফিরি সন্ত্রাসীদের হামলায় ৩ শিয়ার শাহাদাত + ছবি

অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর যায়েরদের কাফেলায় সিপাহে সাহাবা সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় ৩ জন যায়ের শহীদ হয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের বেলুচিস্তানর রাজ্যের রাজধানী কোয়েটা শহরের কাছাকাছি একটি স্থানে অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর যায়েরদেরকে বহনকারী একটি বাসে হামলা চালায় তাকফিরি জঙ্গি গ্রুপ সিপাহে সাহাবা সন্ত্রাসীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলীয় এ এলাকায় বাসটির গতিরোধ করে ৩ জন যায়েরকে হত্যা করে। বাসটি ইরান সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

পাকিস্তান গণমাধ্যম জানিয়েছে, কাপুরুষোচিত এ হামলায় ‘মীর্জা হুসাইন’ ও ‘আসাদুল্লাহ’ ঘটনাস্থলে এবং ‘মুহাম্মাদ আলী’ হাসপাতালে নেয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকফিরি সন্ত্রাসীরা, হত্যাকাণ্ড শেষ করার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

ইমাম হুসাইন (আ.) এর আযাদারী রোধ এবং আহলে বাইত (আ.) এর ভক্তদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে পাকিস্তানের জনগণের উপর ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব বিস্তার রোধ করার লক্ষ্যে গঠিত সিপাহে সাহাবার গোঁড়া ওহাবী সদস্যদের গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহের অন্যতম।

উল্লেখ্য, প্রতিনিয়ত পাকিস্তান-ইরান সীমান্তে লশকরে ঝংভি, সিপাহে সাহাবা, জাইশুল ইসলাম ও তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হামলার শিকার হয় যেয়ারতের উদ্দেশ্যে আগত বিভিন্ন কাফেলা।#