‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৮ এপ্রিল ২০১৫

৪:০০:৪৪ PM
687030

বসনিয়ায় উগ্রবাদীর হামলায় ৩ পুলিশ হতাহত

বসনিয়া ও হার্জেগোভিনার একটি থানায় উগ্রবাদী এক ব্যক্তির হামলায় অন্তত ৩ পুলিশ হতাহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বসনিয়ার সার্বিয় কর্মকর্তা গতকাল সোমবার ঘোষণা করেছেন, বসনিয়ার পূর্বাঞ্চলীয় একটি শহরের থানায় উগ্রবাদী এক ব্যক্তির হামলায় পুলিশ বাহিনীর ১ সদস্য নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।

পুলিশের মুখপাত্র এ্যালেক্সান্ডার সিমুইলোভিচ এ হামলা সম্পর্কে বলেন : সশস্ত্র ঐ ব্যাক্তি যেভোরনিক শহরের একটি থানায় প্রবেশ করে কর্তব্যরত পুলিশদেরকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ১ পুলিশ নিহত এবং ২ জন আহত হয়। হামলাকারী ঐ ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছে। যেভোরনিক শহরটি বসনিয়ার সার্ব অধ্যুষিত অঞ্চলসমূহের অন্যতম।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, উগ্রতাবাদী ওহাবী কোন মুভমেন্টের সাথে সম্পর্ক ছিল হামলাকারী ঐ ব্যক্তির।

বলাবাহুল্য, বসনিয়ার ৮ লাখ জনসংখ্যার শতকরা ৪০ ভাগ মুসলমান। এদেশের মুসলমানরা সার্বিয় অর্থোডক্স ও ক্রোয়েশিয়ান ক্যাথোলিকদের পাশাপাশি শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করে থাকে।

বসনিয়ার গোয়েন্দা বিভাগের তথ্যানুযায়ী, এদেশের প্রায় দেড়শ’ নাগরিক ইরাক ও সিরিয়াতে উগ্রতাবাদী দলগুলোর পাশে থেকে যুদ্ধ করছে এবং তাদের মধ্য থেকে প্রায় ২০ জন নিহত হয়েছে। পাশাপাশি সিরিয়া ও ইরাক থেকে ফিরে এসেছে প্রায় ৫০ জন বসনিয়ান।#