‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

৩০ এপ্রিল ২০১৫

১২:১৮:৫৪ AM
687411

বোকো হারামের কবল থেকে ৩০০ নারী ও কিশোরী উদ্ধার

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের কবল থেকে ৩০০ নারী ও কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

আবনা : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের কবল থেকে ৩০০ নারী ও কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনী মঙ্গলবার সন্ধ্যায় সামবিসা জঙ্গলে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের তিনটি আস্তানা ধ্বংস এবং ২০০ বালিকা ও ৯৩ জন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ওলুকোলেডে আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃতরা গত বছর চিবুক থেকে অপহৃত ছাত্রী কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি বলে ওই মুখপাত্র জানিয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান। এদিকে,উদ্ধারকৃত নারী ও কিশোরীদের পরিচয় কখন প্রকাশ করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেন নি ওই মুখপাত্র।
২০১৪ সালের ১৪ এপ্রিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম বোরনো রাজ্যের চিবুকে অবস্থিত একটি হাই স্কুল থেকে ২৭৬ জন কিশোরীকে ধরে নিয়ে গিয়েছিল। এদের মধ্যে ৫৭ জন বালিকা বোকো হারামের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা এখনো আটক রয়েছে। বোকো হারাম নেতা আবু বকর শেঁখাও হুমকি দিয়েছেন,তিনি আটক বালিকাদের বিয়ে দেবেন বা দাসী হিসেবে বিক্রি করে দেবেন।#