‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৩ মে ২০১৫

৭:৩৭:১৯ AM
687907

মানুষ হত্যায় সিমেন্টের ব্লক ব্যবহার করছে আইএসআইএল + ছবি (১৮+)

চরম বর্বরতার সাথে ইরাকের উত্তর অঞ্চলে ২ ইরাকিকে হত্যা করেছে আইএসআইএল। নৃশংস এ হত্যাকাণ্ডটি গত শুক্রবার (১ মে) ইরাকের মসুলে ঘটানো হয়েছে। বর্বর এ সন্ত্রাসীদের অমানবিকতা, নিষ্ঠুরতা, নৃশংসতা ও হিংস্রতার বিপরীতে নিরব দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছ কথিত সভ্য পশ্চিমা ও বিশ্ব গণমাধ্যমকে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আইএসআইএল কর্তৃক নৃশংসভাবে জবাই করে, শুলে চড়িয়ে, গুলি করে, আগুনে পুড়িয়ে ও পাথর নিক্ষেপ করার মত মধ্যযুগীয় কায়দায় অমানবিকভাবে অসহায় মানুষ হত্যার বিষয়টি কারো অজানা নয়। এবার মানুষ হত্যার জন্য বর্বর এক পদ্ধতির উদ্ভাবন করেছে মানবতার শত্রু সন্ত্রাসী এ দলটি; মাথার উপর সজোরে সিমেন্টের ব্লক নিক্ষেপ করে তারা হত্যা করছে অসহায় মুসলমানদেরকে।

গত শুক্রবার সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে দুইজন ইরাকিকে হত্যা করেছে আইএসআইএল সন্ত্রাসীরা। বর্বর এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে ইরাকের মসুল অঞ্চলে।

ইরাকের মসুল শহরের শত শত ব্যক্তির উপস্থিতিতে নৃশংস এ হত্যাকাণ্ড কার্যকর করে আইএসআইএলের জল্লাদরা। ইরাকি ঐ দুই ব্যক্তিকে মাটিতে শুইয়ে দিয়ে তাদের মাথার উপর সিমেন্টের ব্লক দিয়ে সজোরে আঘাত করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। হতভাগ্য ঐ দুই ইরাকির বিরুদ্ধে মুসেলের জনগণের সম্পদ চুরি করার অভিযোগ এনেছে আইএসআইএল।

আইএসআইএল জানিয়েছে, ইসলামি সরকারের পুলিশ বাহিনী তাদেরকে আটক করার পর বিচারকার্যে সিমেন্টের ব্লক দিয়ে আঘাতের মাধ্যমে হত্যার রায় প্রদান করা হয়।

সন্ত্রাসী এ গ্রুপটি নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবী করলেও তাদের আচার-আচরণই ইতিমধ্যে তাদের এ দাবী মিথ্যা প্রমাণ করেছে। কেননা ইসলাম ধর্ম হচ্ছে শান্তি, দয়া ও ক্ষমার প্রতীক। আর আইএসআইএল হচ্ছে বর্বরতা, নৃশংসতা ও অমানবিতকার নিদর্শন।

কিন্তু ইরাকে আইএসআইএল সন্ত্রাসীদের এ ধরনের বর্বর ও নৃশংস অপরাধকর্মের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিরবতা আরো দুঃখজনক। একটি পশুকে কষ্ট দিলেও পশ্চিমা বিশ্বের আওয়াজ আকাশে ওঠে, গণমাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হয় এবং ঐ সকল চিত্র প্রদর্শনে চ্যানেলগুলোকে নিষেধ করা হয়। কিন্তু আশ্চর্য্যের বিষয় হল মানবাধিকার সংস্থাগুলো যেন ইরাকে আইএসআইএলের সকল অপরাধকর্মের সামনে নিজেদের চোখ বন্ধ করে নিয়েছে।#