‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৮ মে ২০১৫

৩:৪২:২০ PM
688931

সৈন্যদের অতর্কিত হামলায় ৩০ আইএসআইএল সন্ত্রাসী নিহত (ছবি)

সিরিয়ার লাজাত অঞ্চল থেকে মোটরসাইকেলযোগে রিফ দামেস্ক অঞ্চলে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম স্থানান্তররত আইএসআইএস সন্ত্রাসীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে সিরিয় বাহিনী।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সিরিয় বাহিনী ও আইএসআইএল সন্ত্রাসীদের মধ্যকার এ সংঘর্ষে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে। সিরিয়ার দক্ষিনে রিফ সুওয়াইদা অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আল-খালেদিয়া ও খালখালাহ বিমান বন্দরের মধ্যবর্তী রিফ সুওয়াইদা এলাকায় আইএসআইএলের তাকফিরি সন্ত্রাসীদের যাতায়াতের পথে পূর্বে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে।

লাজাত অঞ্চল থেকে রিফ দামেস্ক অঞ্চলে মোটরসাইকেল যোগে অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম স্থানান্তরের সময় সৈন্যদের হামলার শিকার হয় তাকফিরি সন্ত্রাসীরা। আগ থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণের সাথে সাথে সন্ত্রাসীদের উদ্দেশ্যে গোলা ছুঁড়তে থাকে সৈন্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গুলিসহ যুদ্ধের সরঞ্জাম এবং উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত বিজিএম টাও মিসাইল, ইসরাইলে নির্মিত মিসাইল, মেশিনগান, স্নাইপারদের ব্যবহৃত বিশেষ অস্ত্র ও সরঞ্জাম এবং বিপুল পরিমাণে গুলি।

নাম প্রকাশ না করে সামরিক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা (সানা) জানিয়েছে, ফাদাইয়ান পর্বতমালার বাসিন্দাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গতিবিধির উপর দৃষ্টি রাখে সেনাবাহিনী। এরপর রাতে সন্ত্রাসীদের উপর অতর্কিত হামলা চালায় সরকারী বাহিনী।

উল্লেখ্য, গত বুধবার শুরু হওয়া এ অভিযান বৃহস্পতিবার দুপুর নাগাদ অব্যাহত ছিল। এ হামলায় সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গাড়ীও ধ্বংস হয়েছে।#