‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শনিবার

১৬ মে ২০১৫

৩:২০:১৯ AM
690149

সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন ইরাকের পবিত্র নাজাফ শহরের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নাজাফের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী গত বুধবার তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।

বুধবার বিকেলে নাজাফে আশরাফ শহরের ‘আবু তালিব’ অঞ্চলে তার এক বন্ধুর বাসা থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন তিনি। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি শহীদ হন।

আল্লামা সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী নাজাফের বিশিষ্ট আলেমদের একজন। তিনি আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ বাকের সাদরে’র শীর্ষস্থানীয় ছাত্রদের অন্যতম। শহীদ মুহাম্মাদ বাকের সাদরের মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন শহীদ সাদরের মাজার সংলঘ্ন মসজিদের পেশ ইমাম। এছাড়া তিনি বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ কাযেম হুসাইনের ভগ্নিপতি।

তিনি ছিলেন ‘আল-হাশাদ আশ-শো’বি’ বাহিনীতে যোগদানে জনগণকে উত্সাহ দানকারীদের একজন। এমনকি কৌশলগত ‘জারফ আস-সাখার’ অঞ্চলকে সন্ত্রাসীদের দখল মুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

কোন দল এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে তাকফিরি মুভমেন্টগুলোর সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এরপূর্বে দু’বার সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আল্লামা সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী, কিন্তু দু’বারই সন্ত্রাসীদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

এদিকে বিশিষ্ট এ আলেমের শাহাদাতে শোক বার্তা পেশ করেছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সদস্য আয়াতুল্লাহ হাদাভি তেহরানী।

ঐ বার্তায় লিখেছেন : মর্মান্তিক এ ঘটনায় আমি আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ কাযেম হায়েরী এবং তার সহোদরগণ, জনাবা আলাভি হায়েরী ও শহীদের পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর নিকট শহীদের জন্য সুউচ্চ মর্যাদা এবং তার পরিবার ও গুণগ্রাহীদে জন্য ধৈর্য্য প্রার্থনা করি।#

সন্ত্রাসী হামলায় নাজাফি আলেমের শাহাদাত

সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন ইরাকের পবিত্র নাজাফ শহরের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নাজাফের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী গত বুধবার তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।

বুধবার বিকেলে নাজাফে আশরাফ শহরের ‘আবু তালিব’ অঞ্চলে তার এক বন্ধুর বাসা থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন তিনি। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি শহীদ হন।

আল্লামা সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী নাজাফের বিশিষ্ট আলেমদের একজন। তিনি আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ বাকের সাদরে’র শীর্ষস্থানীয় ছাত্রদের অন্যতম। শহীদ মুহাম্মাদ বাকের সাদরের মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন শহীদ সাদরের মাজার সংলঘ্ন মসজিদের পেশ ইমাম। এছাড়া তিনি বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ কাযেম হুসাইনের ভগ্নিপতি।

তিনি ছিলেন ‘আল-হাশাদ আশ-শো’বি’ বাহিনীতে যোগদানে জনগণকে উত্সাহ দানকারীদের একজন। এমনকি কৌশলগত ‘জারফ আস-সাখার’ অঞ্চলকে সন্ত্রাসীদের দখল মুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

কোন দল এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে তাকফিরি মুভমেন্টগুলোর সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এরপূর্বে দু’বার সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আল্লামা সৈয়দ জাওয়াদ আল-বাগদাদী, কিন্তু দু’বারই সন্ত্রাসীদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

এদিকে বিশিষ্ট এ আলেমের শাহাদাতে শোক বার্তা পেশ করেছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সদস্য আয়াতুল্লাহ হাদাভি তেহরানী।

ঐ বার্তায় লিখেছেন : মর্মান্তিক এ ঘটনায় আমি আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ কাযেম হায়েরী এবং তার সহোদরগণ, জনাবা আলাভি হায়েরী ও শহীদের পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর নিকট শহীদের জন্য সুউচ্চ মর্যাদা এবং তার পরিবার ও গুণগ্রাহীদে জন্য ধৈর্য্য প্রার্থনা করি।#