‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Jugantor
শুক্রবার

২৯ মে ২০১৫

১১:৫৭:৫৭ PM
692640

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বুহারি

সাবেক সেনাশাসক মুহাম্মদ বুহারি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার শপথ গ্রহণ করেন তিনি।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সাবেক সেনাশাসক মুহাম্মদ বুহারি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার শপথ গ্রহণ করেন তিনি। ২৮ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী হয় বুহারির দল। নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতাসীন সরকারের বিদায় ঘণ্টা বাজালেন বুহারি (৭২)। নাইজেরিয়ার রাজধানী আবুজায় স্থানীয় সময় সকাল ৯টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠিত। অনুষ্ঠানে বুহারি ঐতিহ্যবাহী মুলসমান পোশাক পরে হাজির হন। তার হাতে ছিল ধর্মগ্রন্থ আল কোরআন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আফ্রিকার ৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস উপস্থিত ছিলেন। দুর্নীতিমুক্তির ঘোষণা দিয়েই ভোটারদের মনজয় সক্ষম হয়েছিলেন তিনি।