‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১ জুলাই ২০১৫

৬:৪২:৫২ AM
698291

কায়রোর বিভিন্ন মসজিদ থেকে ইবনে তাইমিয়া ও আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের বই জব্দ

মিসরের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আকস্মিক তল্লাশীতে রাজধানী কায়রোর বিভিন্ন মসজিদ থেকে তাকফিরি চিন্তাধারার প্রসারক ও ব্রাদারহুডের শত শত সিডি ও বই জব্দ করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : রাজধানী কায়রোর কয়েকটি মসজিদে তাকফিরি চিন্তাধারার (অন্য মাযহাবের অনুসারীদেরকে কাফের আখ্যায়িত করা) প্রসারক বই রয়েছে -এমন তথ্য পাওয়ার পর শহরের কয়েকটি মসজিদ থেকে বিভিন্ন উগ্রবাদী গ্রুপ ও মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত ৭ হাজার বই ও সিডি জব্দ করেছে দেশটির ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়। সিডি ও বইগুলোকে রামসিস অঞ্চলের উম্মাহাতুল মু’মিনীন ও তওহিদ মসজিদ এবং শাবরা এলাকায় অবস্থিত আত-তওহিদ মসজিদ থেকে জব্দ করা হয়েছে।

তল্লাশী অভিযানে ধর্ম বিষয়ক বিভাগের প্রধান মুহাম্মাদ আব্দুর রাজ্জাক উমার, তাবলিগ বিষয়ক অধিদপ্তরের প্রধান মুহাম্মাদ ইজ্জুদ্দীন আব্দুস সাত্তার এবং মসজিদ বিষয়ক উপমন্ত্রী মুহাম্মাদ আব্দুল মওজুদ অংশ নিয়েছিলেন।

মিসরের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় বই ও সিডি জব্দ করার পাশাপাশি যে সকল স্টুডিওতে এ সকল সিডি রেকর্ড করা হত সেগুলোতে অধিক তল্লাশীর জন্য সিল গালা করে দেয়া হয়েছে।

পাশাপাশি, মিসরের মসজিদের ইমাম ও খতিবদের উদ্দেশ্যে আহবান জানানো হয়েছে, যাতে মসজিদসমূহের লাইব্রেরীগুলো তারা পূনরায় পর্যবেক্ষণ করেন এবং লাইব্রেরীগুলোকে তাকফিরি চিন্তা প্রসারক ও ইসলাম ধর্ম বিরোধী সকল বই থেকে মুক্ত রাখা হয়।

অভিযানে ইবনে তাইমিয়া, মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব, আবু ইসহাক আল-খুওয়াইনি, বিন বায, ইউসুফ আল-কারদাউই, ওয়াজদি গানিম, মুহাম্মাদ আব্দুল মাকসুদ, সালাহ সুলতান, ইয়াসির বারহামি, মুহাম্মাদ হুসাইন ইয়াকুব, আবি ইসহাক আল হুওয়ানি, মুহাম্মাদ হাসসান, আহমাদ ফারিদ, মুহাম্মাদ ইসমাইল আল-মোকাদ্দাম, সাঈদ মাহমুদ, মুহাম্মাদ হুসাইন ইয়াকুব ইবনে উসাইমিন ও আব্দুল মাকসুদ প্রমূখের বই জব্দ করা হয়েছে।#