‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

৪ জুলাই ২০১৫

৫:২৩:১০ AM
698835

ঐক্যের জন্য কুয়েতে এক মসজিদে শিয়া-সুন্নির নামাজ (ছবি)

কুয়েতে জাতীয় ঐক্য ধরে রাখতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের কয়েকশ’ মুসল্লি গতকাল (শুক্রবার) এক মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

আবনা ডেস্ক : কুয়েতে জাতীয় ঐক্য ধরে রাখতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের কয়েকশ’ মুসল্লি গতকাল (শুক্রবার) এক মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় তারা দেশটিতে যেকোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  
গত ২৬ জুন কুয়েত সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২০০’র বেশি মুসল্লি আহত হওয়ার পর দেশটির দুই সম্প্রদায়ের লোকজন এক মসিজেদ নামাজ আদায় করে ঐক্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন। ভয়াবহ রক্তক্ষয়ী ওই হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। ২৬ জুনের হামলাকারী একজন সৌদি নাগরিক বলে পরে তার পরিচয় প্রকাশ হয়েছে।
গতকাল জুমা নামাজের পর শিয়া সম্প্রদায়ের এক সংসদ সদস্য বলেছেন, কুয়েতকে অস্থিতিশীল করার জন্য আইএসআইএল যে চিন্তা করছে তা নিতান্তই বোকামি বরং তাদের হামলা কুয়েতের জাতীয় ঐক্যকেই কেবল জোরদার করবে। তিনি বলেন, “আজকের নামাজ ছিল ঐক্যের জন্য নামাজ।”#