‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

১১ জুলাই ২০১৫

৪:৪১:৪৭ AM
700191

ইখওয়ানুল মুসলিমিনের ১৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিল মিশরের আদালত

মিশরের উত্তরাঞ্চলীয় মানসুরা শহরের একটি আদালত ইখওয়ানুল মুসলিমিনের ১৪ সদস্যকে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে।

আবনা ডেস্ক : মিশরের উত্তরাঞ্চলীয় মানসুরা শহরের একটি আদালত ইখওয়ানুল মুসলিমিনের ১৪ সদস্যকে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে।
গত বছর এক পুলিশ কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানসুরা আদালত তার প্রথম রায়ে গতকাল (বৃহস্পতিবার) ইখওয়ানুল মুসলিমিনের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়।
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির বিচার কার্যক্রমের শুনানিতে অংশ নেয়া এক বিচারকের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত থাকার  অভিযোগে আদালত তাদের বিরুদ্ধে এই রায় দেয়।
বিচারক হুসেইন কান্দিলের বাড়ি পাহারারত একদল পুলিশের সঙ্গে থাকা সার্জেন্ট আব্দাল্লাহ মেতওয়ালি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মানসুরায় নিহত হন। আটক হওয়ার পর অভিযুক্তদের অনেকেই ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার কথা স্বীকার করেছে বলে মিশরের নিরাপত্তা বাহিনী দাবি করেছে।
অন্য একটি মামলায়, বেআইনিভাবে কথিত একটি 'সন্ত্রাসী গোষ্ঠী' গঠনের জন্য আদালত ইখওয়ানুল মুসলিমিনের চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই মামলায় আদালত অন্য নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এদের মধ্যে আটজনই আদালতে অনুপস্থিত ছিলেন।  
মিশরের সংবিধান অনুসারে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের রায় পুনর্বিবেচনার জন্য এখন গ্রান্ড মুফতির কাছে পাঠানো হবে। তবে তার রায় মানার ব্যাপারে আদালতের কোন বাধ্যবাধকতা নেই।
মেতওয়ালির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ২৪ জনের মধ্যে গতকালের (বৃহস্পতিবার) মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। বাকি ১০ জনের ব্যাপারে আদালত আগামী সেপ্টেম্বর মাসে রায় দেবে বলে জানা গেছে।#