‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : শীর্ষ নিউজ
শনিবার

১১ জুলাই ২০১৫

১১:১৮:০৫ PM
700369

চাদে বোমা হামলা: নিহত ১০

চাদের রাজধানী নজামেনায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আবনা ডেস্ক : চাদের রাজধানী নজামেনায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শনিবার সকালে রাজধানীর একটি মার্কেটে ওই বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়াভিত্তিক সংগঠন বোকো হারাম সাম্প্রতিক সময়ে চাদে কয়েকদফা বোমা হামলা এবং বন্দুকধারীরা হামলা চালিয়েছে। উত্তর নাইজেরিয়ায় ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য ২০০৯ সাল থেকে হামলা চালিয়ে আসছে।
খবরে বলা হয়েছে, মার্কেটের প্রবেশ পথে অন্তত ১০ জনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। এ সময় উদ্ধারকারীরা আহতদের অ্যাম্বুলেন্সে তোলা নিয়ে ব্যস্ত ছিল। ঘটনাস্থলে আর কোনো বিস্ফোরক আছে কিনা তা পরীক্ষা করতে নিরাপত্তাবাহিনী বাইরের কোনো লোক প্রকাশ করতে দিচ্ছে না।
প্রসঙ্গত, বোকো হারাম দমনে নাইজেরিয়ার পাশাপাশি চাদ, ক্যামেরুন ও নাইজারও অংশ নিচ্ছে। এর জুন মাসে নজামেনায় দুটি আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন লোক নিহত হয়।