‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার

৩১ জুলাই ২০১৫

৩:৫৮:২২ AM
703219

মাজমার উদ্যোগে;

ইরানে মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

গত ২৯শে জুলাই থেকে শুরু হওয়া এ সম্মেলন আগামী ১০ই অক্টোবর নাগাদ অব্যাহত থাকবে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –বনা- : মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রম ইরানের আটটি শহরে অনুষ্ঠিত হবে। সম্মেলনটি গত বুধবার (২৯শে জুলাই) ইরানের পবিত্র মাশহাদ শহরে শুরু হয়েছে এবং আগামী ১০ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন খারাসান-এ রাজাভি’র গভর্নর ‘আলী রেজা রাশিদিয়ান’ মাশহাদের মেয়র ‘সুলাত মুর্তাজাভি’ এবং ইমামিয়া চিকিত্সক সংস্থার প্রধান ‘ড. মুহসেন রেজা হায়দারী।

বলাবাহুল্য, মুসলিম চিকিত্সকদের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে ৩০০ শিয়া ও সুন্নি চিকিত্সক অংশগ্রহণ করছেন। আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার উদ্যোগে আয়োজিত এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে ইরানের বিভিন্ন ইলমি, দ্বীনি ও সাংস্কৃতিক সংস্থা।

ইমামিয়া মেডিক্স ইন্টারন্যাশনাল, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিকেল শিক্ষা বিভাগ, ইমাম রেজা (আ.) এর মাজার পরিচালনা পরিষদ, মাশহাদ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা এ সম্মেলন আয়োজনে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা –মাজমা-কে সহযোগিতা করছে।#