‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার

৩১ জুলাই ২০১৫

৫:০২:৪৯ AM
703224

মুসলিম চিকিত্সকদের সম্মেলন -২

বিশ্বের মুসলিম চিকিত্সকদের উচিত চিকিত্সা খাতে ইরানের উন্নতিকে কাছ থেকে দেখা

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দিনের পর দিন উন্নতি করে চলেছে ইরান। এদেশের জনগণ নিজেদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে বড় বড় অর্জনে পৌঁছুতে সক্ষম হয়েছে। এ সকল অর্জনের কিছু নমুনা সম্মেলনে অংশগ্রহণকারী চিকিত্সরা ইরানের বিভিন্ন শহরে অবলোকন করতে পারবেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -বনা- : সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমামিয়া মেডিক্স ইন্টারন্যাশনালের প্রধান ড. মোহসেন রেজা হায়দারী।

ড. হায়দারী তার বক্তব্যের শুরুতে আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে বলেন : আমরা সকলে মুসলমান। ইমামতের দেশে আসতে পেরে আমরা আনন্দিত। ইরান; ইমাম রেজা (আ.)-এর দেশ, ইমাম খোমেনীর (রহ.) দেশ, শহীদদের ভূখণ্ড এবং ইসলামি বিপ্লবের নেতার জন্মভূমি।

বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মুসলিম চিকিত্সকরা এখানে সমবেত হয়েছেন, যাতে চিকিত্সা পরিবারের মুসলিম সদস্যদের সাথে সাক্ষাত করতে পারেন –এ কথা উল্লেখ করে তিনি বলেন : বর্তমানে এ সুযোগের সৃষ্টি হয়েছে যে, আমরা মুসলিম বিশ্বের চিকিত্সরা এ খাতে মুসলিম বিশ্বের প্রতি বিভিন্ন অবদান রাখতে পারছি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দিনের পর দিন উন্নতি করে চলেছে ইরান। এদেশের জনগণ নিজেদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে বড় বড় অর্জনে পৌঁছুতে সক্ষম হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারী চিকিত্সকদের উদ্দেশ্যে তিনি বলেন : চিকিত্সা খাতে ইরানের অর্জনের কিছু নমুনা এদেশের বিভিন্ন শহরে –বিশেষতঃ তেহরান ও মাশহাদে- অবলোকন করতে পারবেন।

বলাবাহুল্য, মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলন, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে এবং ইরানের কয়েকটি শহরের বিভিন্ন সংস্থার সহযোগিতায় গত ২৯শে জুলাই থেকে শুরু এবং আগামী ১০ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।

এতে মুসলিম বিশ্বের ৩০০ জন মুসলিম চিকিত্সক অংশগ্রহণ করছেন। আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, যেয়ারত, সাংস্কৃতিক কেন্দ্রসমূহ পরিদর্শন ইত্যাদি কর্মসূচিতেও তারা অংশ নেবেন।

ইমামিয়া মেডিক্স ইন্টারন্যাশনাল, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিকেল শিক্ষা বিভাগ, ইমাম রেজা (আ.) এর মাজার পরিচালনা পরিষদ, মাশহাদ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা এ সম্মেলন আয়োজনে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা –মাজমা-কে সহযোগিতা করছে।#