‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
সোমবার

৩ আগস্ট ২০১৫

২:৪৪:২২ PM
703899

মুসলিম চিকিত্সকদের সম্মেলন -৫

ঐক্যের ক্ষেত্র প্রস্তুত করতে পারে মুসলিম চিকিত্সকদের এ সম্মেলন : হাদ্দাদ আদেল

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে বলেছেন : এ সম্মেলনের ফলাফল ও অর্জন বাস্তবায়িত হওয়ার শর্তে মুসলিম চিকিত্সকদের মাঝে ঐক্য সৃষ্টির ক্ষেত্র প্রস্তুত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -বনা- : ড. গোলাম আলী হাদ্দাদ আদেল তার বক্তৃতায় বিশ্বের বিভিন্ন দেশের চিকিত্সকদের ইরানে উপস্থিতিতে আনন্দ প্রকাশ করে এ ধরনের সম্মেলন অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সদস্য বলেন : এ সম্মেলনের ফলাফল ও অর্জন বাস্তবায়িত হওয়ার শর্তে মুসলিম চিকিত্সকদের মাঝে ঐক্য সৃষ্টির ক্ষেত্র প্রস্তুত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

যারা মনে করে ‘আমাদের সুখ-শান্তি ও সাফল্যের চাবিকাঠি পশ্চিমাদের হাতে, তাই তাদেরকে অনুসরণের বিকল্প নেই’, তাদের সমালোচনা করে তিনি বলেন : বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার প্রতি আমাদের দৃষ্টি হল সমালোচনার।

তিনি বলেন : বর্তমানে বিশ্বের মুসলমানরা নিজেদের দেশসমূহে ইসলামি ব্যবস্থাপনা দেখতে চায়। আর এটাই হচ্ছে সেই বিষয় যাকে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা ‘ইসলামি জীবন-যাপন পদ্ধতি’ বলে আখ্যায়িত করেছেন।

বিভিন্ন ইসলামি দেশে আইএসআইএল সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ ও অপরাধকর্মের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন : বলদর্পী শক্তিগুলো বিশ্ববাসীর সম্মুখে ইসলাম ধর্মের প্রকৃত রূপকে বিকৃত করে প্রদর্শনের লক্ষ্যে আইএসআইএলের জন্ম দিয়েছে। অথচ আইএসআইএলসহ অপর সকল তাকফিরি গ্রুপগুলোর কর্মকাণ্ড পরিপূর্ণভাবে ইসলাম বিরোধী।

বলাবাহুল্য, মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলন, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে এবং ইরানের কয়েকটি শহরের বিভিন্ন সংস্থার সহযোগিতায় গত ২৯শে জুলাই থেকে শুরু এবং আগামী ১০ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।

এতে মুসলিম বিশ্বের ৩০০ জন মুসলিম চিকিত্সক অংশগ্রহণ করছেন। আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, যেয়ারত, সাংস্কৃতিক কেন্দ্রসমূহ পরিদর্শন ইত্যাদি কর্মসূচিতেও তারা অংশ নেবেন।

ইমামিয়া মেডিক্স ইন্টারন্যাশনাল, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিকেল শিক্ষা বিভাগ, ইমাম রেজা (আ.) এর মাজার পরিচালনা পরিষদ, মাশহাদ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা এ সম্মেলন আয়োজনে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা –মাজমা-কে সহযোগিতা করছে।#