‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
সোমবার

২৪ আগস্ট ২০১৫

২:৫৬:৩৪ AM
707421

গুরুত্বপূর্ণ সফরে ইরানে এলেন হ্যামন্ড; ব্রিটিশ দূতাবাস চালু

ইরানের রাজধানী তেহরানে আবার দূতাবাস চালু করেছে ব্রিটেন।

আবনা ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে আবার দূতাবাস চালু করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড তেহরানে দু'দিনের গুরুত্বপূর্ণ সফরে এসে দূতাবাস চালু করেন।
আজই ব্রিটেনে ইরানি দূতাবাসও চালু করার কথা রয়েছে। ২০১১ সালে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে দূতাবাস বন্ধ করে দেয়। চার বছর পর তেহরানে আবার দূতাবাস চালু করার মধ্যদিয়ে ইরান ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাস চালু করার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড আজই (রোববার) তেহরান এসে পৌঁছান এবং তেহরান পৌঁছানোর পরপরই দূতাবাস ভবনে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স অজয় শর্মা। তিনিই হবেন তেহরানে ব্রিটিশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তা। দূতাবাস চালু করার সময় হ্যামন্ড সেখানে ব্রিটেনের জাতীয় পতাকা উত্তোলন করেন।
গত ১৪ বছরের মধ্যে ফিলিপ হ্যামন্ড হচ্ছেন তেহরান সফরকারী শীর্ষ পর্যায়ের ব্রিটিশ কর্মকর্তা। এর আগে, ২০০৩ সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ইরান সফর করেছিলেন।#