‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

২৪ অক্টোবর ২০১৫

৩:৫৩:৫০ AM
716609

শোক মিছিলের প্রস্তুতিকালে হোসেনী দালানের সামনে বিস্ফোরণ, যুবকের শাহাদত

শোকাবহ আশুরা উপলক্ষে শোক মিছিলের প্রস্তুতি চলাকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের সামনে বোমা বিস্ফোরণে সানজু (১৮) নামে এক কিশোর শহীদ ও প্রায় একশ ব্যক্তি আহত হয়েছেন।

আবনা ডেস্ক : শোকাবহ আশুরা উপলক্ষে শোক মিছিলের প্রস্তুতি চলাকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের সামনে বোমা বিস্ফোরণে সানজু (১৮) নামে এক কিশোর শহীদ ও প্রায় একশ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ জানিয়েছেন,  “শোক মিছিলের জন্য শিয়া মুসলমানরা হোসেনী দালানে সমবেত হলে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ৬৫ জন আহত হওয়ার খবর পেয়েছেন বলে জানান তিনি।
তবে, মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ঘটনায় আহত অন্তত ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে সানজু নামে এক কিশোর রাত ৩টার দিকে মারা যায়। এ ছাড়া ১০ জনের অবস্থা গুরুতর। তাদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। সবার চিকিৎসা চলছে।
এছাড়া, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ২৭ জনকে এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করতে এসে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, ‘হোসেনি দালান এলাকায় কখনো এরকম ঘটনা ঘটেনি। দুইজন বিদেশিকে হত্যা করে যেমন অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, তেমনি বোমা মেরে অস্থিরতা সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। যেন দেশের মানুষ অস্বস্তিতে ভুগে।’ পরে তিনি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।   
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী বর্বরোচিত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আইন-শৃঙ্খলা বাহিনীও বোমা হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
শোকাবহ মহররম উপলক্ষে প্রতিবছরই রাজধানীর হোসেনী দালান, মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার ও পল্টন থেকেও তাজিয়া মিছিল বের করেন শিয়া মুসলমানরা।  হোসেনী হোসেনী দালান পরিচালনা কমিটি সদস্য ও মুখপাত্র সৈয়দ বাকের রেজা জানিয়েছেন আশুরার দিন (শনিবার) সকাল ১০টায় হোসেনী দালানের সামনে থেকে প্রধান শোক মিছিল শুরু হবে। এ মিছিল বকশীবাজার, হরনাথ ঘোষ রোড, আজিমপুর, নিউমার্কেট ও ধানমণ্ডি ২ নম্বর সড়ক পেরিয়ে ধানমণ্ডি লেকে এসে শেষ হবে।#