‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
রবিবার

২৫ অক্টোবর ২০১৫

৫:৪২:৩৬ AM
716758

হোসনি দালানে বোমা হামলায় নিহত ১: বিভিন্ন মহলের বক্তব্য

বাংলাদেশের রাজধানী ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় শুক্রবার রাতের বোমা হামলার ঘটনাকে‘ন্যক্কারজনক’উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচারের দাবি জানিয়েছে হোসনি দালান ইমামবাড়া কর্তৃপক্ষ।

আবনা ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় শুক্রবার রাতের বোমা হামলার ঘটনাকে‘ন্যক্কারজনক’উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচারের দাবি জানিয়েছে হোসনি দালান ইমামবাড়া কর্তৃপক্ষ।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আশুরা উপলক্ষে আয়োজিত শোক মিছিলের প্রাক্কালে হোসনি দালান এলাকায় এই বোমা হামলার সাজ্জাদ হোসেন নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,‘দেশে অস্থিশীলতা ও আতঙ্ক তৈরি করতেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বোমা বিস্ফোরণ তারই বহিঃপ্রকাশ।’
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান,‘আমাদের নিরাপত্তার কোনো দুর্বলতা ছিলনা। আমাদের যথেষ্ট নিরাপত্তা ছিল। তবে কারা,কেন,কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখব। আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে। যারা ঘটিয়েছে তারা সংঘবদ্ধ।’
হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে এমনটি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এর আগে চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে এগুলোর মিল রয়েছে।
তবে, পুলিশ বলছে, গ্রেনেডগুলো হাতে তৈরি ও শক্তিশালী। র‍্যাব বলছে, এগুলোতে টাইম সার্কিট ছিল। রেখে যাওয়ার নির্দিষ্ট সময় পর এগুলো বিস্ফোরিত হয়।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করেছে, হোসনি দালানের বোমা বিস্ফোরণে বিএনপি-জামায়াত মদদ দিতে পারে। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, দেশের অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায়, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমন দাবি করেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও হোসনি দালান ইমামবাড়ায় শিয়াদের তাজিয়া মিছিলে হামলার জন্য সরাসরি বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছেন ।
তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হক  দাবি করেছেন, এ  বিস্ফোরণের ঘটনায় ‘স্বাধীনতাবিরোধী’ চক্র জড়িত।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে স্বাধীনতাবিরোধী চক্র নানা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই হামলাগুলো তাদেরই কাজ।’
এ ছাড়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সব ঘটনাকে একই  সূত্রে গাঁথা এমন বলা উচিত হবে না।
প্রধানমন্ত্রীর  উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।
এদিকে হোসনি দালান ইমামবাড়ায় বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে এ  ঘটনার  নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
অনুরূপভাবে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ বোমা হামলায়  এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ ন্যাপ এ নেতৃবৃন্দ।
বিবৃতিতে ন্যাপ নেতৃবৃন্দ  বলেন, “ঢাকায় গত চারশ বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে মহররমে আশুরা অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। গতরাতে (শুক্রবার) দুষ্কৃতকারীরা ন্যক্কারজনক বোমা হামলার মধ্য দিয়ে শত-শত বছরের ধর্মীয় সম্প্রীতির উপর চরম আঘাত হেনেছে।
হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্ততিকালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
আজ (শনিবার)সকালে মার্কিন রাষ্ট্রদূত ফেসবুক পেইজে এক বার্তায় হোসেনী দালানে বোমা হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
তাছাড়া, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনও শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘তাজিয়া মিছিলে কাপুরুষোচিত হামলা হয়েছে। এই ধরনের হামলা ও অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয়। তিনি  নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান।’#