‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
মঙ্গলবার

২৭ অক্টোবর ২০১৫

১২:১১:২৫ AM
717140

হোসেনী দালানে বিস্ফোরণ: গওহর রিজভী ও আইজিপির পরস্পরবিরোধী বক্তব্য

রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় ‘স্বাধীনতাবিরোধী’ চক্র জড়িত বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আবনা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় ‘স্বাধীনতাবিরোধী’ চক্র জড়িত বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ (শনিবার) সকাল সোয়া ৯টার দিকে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আইজিপি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, স্বাধীনতাবিরোধী চক্ররাই এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের এএসআই হত্যাকাণ্ড আর এই বোমা বিস্ফোরণ একই সূত্রে গাঁথা।’
তিনি বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে স্বাধীনতাবিরোধী চক্র নানা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই হামলাগুলো তাদেরই কাজ।’
এ ছাড়া, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী রোগীদের দেখতে হাসপাতালে যান। এরপর আহতদের অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেছেন, সব ঘটনাকে একই  সূত্রে গাঁথা বলা উচিত হবে না।
তিনি বলেন, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড। এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রীর  উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।  
শোকাবহ আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় শতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ,  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ (মিটফোর্ড) স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন সাজু নামে এক কিশোর রাত ৩টার দিকে মারা যায়।
ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোন জঙ্গি হামলা নয়, পরিকল্পিত নাশকতা। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করতে এসে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, ‘হোসেনি দালান এলাকায় কখনো এরকম ঘটনা ঘটেনি। দুইজন বিদেশিকে হত্যা করে যেমন অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, তেমনি বোমা মেরে অস্থিরতা সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। যেন দেশের মানুষ অস্বস্তিতে ভোগে। যারাই এ কাজ করুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান হাজি সেলিম। পরে তিনি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।   
শোকাবহ মহররম উপলক্ষে প্রতিবছরই রাজধানীর হোসেনী দালান, মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার ও পল্টন থেকেও তাজিয়া মিছিল বের করেন শিয়া মুসলমানরা। #