‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার

৩০ অক্টোবর ২০১৫

১:৩১:১০ AM
717632

হুসাইনি দালানে বিস্ফোরণের নিন্দায় আয়াতুল্লাহ শাহরুখি

মহামান্য রাহবারের দক্ষিন এশিয়া অঞ্চলের প্রতিনিধি আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি হুসাইনি দালানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

হলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) ইরানের কোম শহরে অবস্থিত রাহবারের প্রতিনিধির দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিবৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানটি কোমের আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইইউ)-তে অধ্যয়নরত ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

 

বিবৃতির মূল অংশ :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমরা হুসাইনি দালানে বোমা বিস্ফোরণের –যাতে উল্লেখযোগ্য সংখ্যক আহলে বাইত (আ.) এর অনুসারী শহীদ ও আহত হয়েছেন- ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

জঘন্য এ হামলা, মূলতঃ বিভ্রান্ত ও ইসলামবিরোধী চিন্তার বহিঃপ্রকাশ। এ ধরনের চিন্তা প্রসার লাভ করলে সমগ্র মানবজাতিকেই গ্রাস করবে। আমরা আশাবাদী যে, বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত করবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে।

মহান আল্লাহর দরবারে হামলায় শহীদদের মর্যাদা বৃদ্ধি এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করি।

ওয়াস সালাম

শাহরুখি খোররাম আবাদি

(২৯/১০/২০১৫)

 

উল্লেখ্য, ৯ই মহররম রাতে (শবে আশুর) হুসাইনি দালান ইমামবাড়িতে বোমা হামলায় আহতদের ১ জন গতকাল শহীদ হয়েছেন। এছাড়া আহতদের অনেকের অবস্থা এখনো আশংকাজনক।#