‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৩১ অক্টোবর ২০১৫

১২:৫৮:২৯ AM
717747

শাইখ নিমরের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে;

লন্ডনে সৌদি দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ

লন্ডনে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে শাইখ নিমরের মৃত্যুদণ্ডের রায় লাঘবের দাবী জানিয়েছে মানবাধিকার অঙ্গনে সক্রিয়রা।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মানবাধিকার অঙ্গনে সক্রিয়রা লন্ডনে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেম শাইখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ডের রায়ের নিন্দা জানিয়েছে। এ সমাবেশ গত বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘শাইখ নিমরের মুক্তি চাই’ ইত্যাদি শ্লোগান লেখা বিভিন্ন প্লেকার্ড তারা বহন করছিল।

শাইখ নিমরকে গত ১৫ই অক্টোবর ২০১৪ সৌদি সরকারের সমালোচনার অভিযোগে আটক করা হয় এবং সম্প্রতি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। গত রোববার সৌদি আরবের আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টও এ রায়ের প্রতি সমর্থন জানিয়েছে।

দেশের নিরাপত্তা বিনষ্ট, সরকার বিরোধী ও রাজনৈতিক কয়েদীদের পক্ষে বক্তব্য প্রদান ইত্যাদি অভিযোগ প্রখ্যাত এ সৌদি আলেমের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। ইতিমধ্যে এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা শাইখ নিমরের ভাতিজা ‘আলী আন-নেমের’সহ অপর সকল রাজনৈতিক কয়েদীর মুক্তি দাবী করে।

আলী আন-নিমেরকে সৌদি আরবের কাতিফ প্রদেশের একটি সরকার বিরোধী মিছিল থেকে আটক করা হয়, তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। অবৈধ মিছিলে অংশগ্রহণ এবং অগ্নেয় অস্ত্র বহনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। অথচ আলী ও তার পরিবার এ অভিযোগকে তীব্রভাবে নাকচ করেছে। এরপর তার বিরুদ্ধে সৌদি বাদশাহকে অবমাননার অভিযোগ আনা হয়, আর এ অভিযোগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে।

মানবাধিকার অঙ্গনে সক্রিয়রা ঐ সমাবেশে, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে শান্তিপূর্ণ মিছিল অংশগ্রহণকারী দুই শিয়া যুবকের বিরুদ্ধে প্রদত্ত রায়েরও নিন্দা জানায়। ঐ দুই যুবক হলেন ‘দাউদ হুসাইন আল-মারহুন’ (১৮) ও ‘আব্দুল্লাহ হাসান আয-যাহের’ (১৭)। ইতিপূর্বে তাদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে।#