‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : banglanews24
মঙ্গলবার

৩ নভেম্বর ২০১৫

১:৩৪:৩৭ AM
718257

হুসাইনি দালান ইমামবাড়িতে বিস্ফোরণের নিন্দায় চট্টগ্রামে মানববন্ধন

‘হোসাইনী দালানে হামলা ৪০০ বছরের ঐতিহ্যের ওপর হামলা’; ‘নিরস্ত্রকে হত্যা করা জিহাদ নয়, ফিতনা’, ‘যদি মানুষই না বাঁচে, ধর্মটা কার কাছে?’

আবনা ডেস্ক : পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবারগাহে গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের শিয়া নেতা মাওলানা আমজাদ হোসেন।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। ‘হোসাইনী দালানে হামলা ৪০০ বছরের ঐতিহ্যের ওপর হামলা’; ‘নিরস্ত্রকে হত্যা করা জিহাদ নয়, ফিতনা’, ‘যদি মানুষই না বাঁচে, ধর্মটা কার কাছে?’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে নারী-শিশু শিয়া সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার কয়েকশ মানুষ মানবন্ধনে অংশ নেন।
আমজাদ হোসেন বলেন, ইসলাম মানুষ হত্যা অনুমোদন করে না। আমরা সন্ত্রাস চাই না। যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমাজে আর বিশৃঙ্খলা থাকবে না।
তিনি শিয়া সম্প্রদায়ের পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক এবং ঐতিহ্যবাহী শিয়া সম্প্রদায়ের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।#