‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১৪ নভেম্বর ২০১৫

১২:২৭:২৮ AM
719795

বৈরুতের শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী হামলা (সচিত্র)

বৈরুতের দাহিয়া অঞ্চলে দু’টি বিস্ফোরণের তথ্য দিয়েছে লেবাননের গণমাধ্যম।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : দক্ষিন বৈরুতের দাহিয়া অঞ্চলের ‘বোর্জুল বারাজেনা’ এলাকায় এ বিস্ফোরণ দু’টি ঘটানো হয়েছে বলে জানা গেছে।

লেবাননের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে, গতকাল (বৃহস্পতিবার, ১২ই নভেম্বর) আত্মঘাতী দুই ব্যক্তি কয়েক মিনিটের ব্যবধানে ‘আল-হুসাইনিয়া’ স্ট্রীটে অবস্থিত ইমাম হুসাইন (আ.) ইমামবাড়ির নিকটে বিস্ফোরণ দু’টি ঘটায়। আল-হুসাইনিয়া সড়কটি বৈরুতের ব্যস্ততম সড়কের অন্যতম। প্রথম বিস্ফোরণে আহত ব্যক্তিদের সাহায্যার্থে পথচারীরা এগিয়ে এলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটির ঘোষণার ভিত্তিতে এ হামলায় ৪১ জন শহীদ এবং ১৮১ জন আহত হয়েছে।

এদিকে, আহতদেরকে জরুরী ভিত্তিতে রক্তদানের জন্য স্বেচ্ছাসেবকদেরকে হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বৈরুতের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।

লেবাননের প্রধানমন্ত্রী ‘তাম্মাম সালাম’ এ বিস্ফোরণের নিন্দা জানিয়ে আজ (শুক্রবার) লেবাননের গণশোকের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, দক্ষিন বৈরুতে অবস্থিত দাহিয়া অঞ্চলে লেবাননের রাজধানী বৈরুতের বিপুল সংখ্যক শিয়া বসবাস করে। ইতিপূর্বেও কয়েকবার তাকফিরি সন্ত্রাসীরা এ এলাকায় আত্মঘাতী হামলা চালিয়েছে।#