‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
সোমবার

১৬ নভেম্বর ২০১৫

২:২০:৩২ PM
720133

তুজ খোরমাতো’তে পৌঁছেছে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা (সচিত্র)

ইরাকের সালাহুদ্দীন প্রদেশের অন্তর্ভুক্ত তুজ খোরমাতো শহরে প্রবেশ করেছে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী (হাশাদাশ শাবি)’র শত শত সৈন্য শিয়া অধ্যুষিত তুজ খোরমাতো শহরে পৌঁছেছে। শিয়া অধ্যুষিত এ শহরের নিরপত্তার দায়িত্ব নেবে স্বেচ্ছাসেবী সৈন্যরা।

পিশমার্গ বাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার শিয়া অধ্যুষিত তুজ খোরমাতো শহরের উপর হামলা চালিয়েছে। শহরে বসবাসরত তুর্কামান শিয়াদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে তারা।

পিশমার্গ বাহিনীর হামলায় এ নাগাদ উল্লেখযোগ্য সংখ্যক শিয়া শহীদ ও আহত হয়েছে। এছাড়া তাদের হাতে আটক যুবকদের অবস্থা সম্পর্কেও কোন তথ্য পাওয়া যায়নি।

গতকালও স্নাইপার রাইফেলের গুলিতে প্রাণ হারিয়েছে কয়েকজন তুর্কামান যুবক।

উল্লেখ্য, ইরাকের সালাহুদ্দীন প্রদেশে অবস্থিত তুজ খোরমাতো শহরটিতে হাজার হাজার তুর্কামান শিয়া বসবাস করে।#