‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২০ নভেম্বর ২০১৫

২:৩৫:০৫ PM
720697

আইএসআইএলকে ছাড়িয়ে গেল বোকো হারাম

গত এক বছরে বোকো হারাম সন্ত্রাসীদের হাতে নিহতদের সংখ্যা ছাড়িয়ে গেল আইএসআইএলের হাতে নিহতদেরকে সংখ্যাকে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইনস্টিটিউট ফর ইকোনোমিক্স এ্যান্ড পিসের এক প্রতিবেদনে –যা বিশ্ব জায়নবাদের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে- বলা হয়েছে, আফ্রিকা কেন্দ্রিক সন্ত্রাসী সংগঠন বোকো হারাম ২০১৪ সালে ৬৬৪৪ জন নিরাপরাধ মানুষ হত্যার সাথে জড়িত। অথচ আইএসআইএল এ সময় ৬০৭৩ জনকে হত্যা করেছে।

বোকো হারাম ২০১৪ সালের মার্চ মাসে আইএসআইএলের সাথে বাইয়াত (আনুগত্যের শপথ) করে। ইসলামি সরকার গঠনের মিথ্যা দাবী নিয়ে তত্পরতা শুরু পর থেকে আইএসআইএল সর্বদা বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টায়রত।

২০১৩ সালে মৃত্যুর হারের দিক থেকে নাইজেরিয়া ৫ম স্থানে থাকলেও বোকো হারামের হত্যাকাণ্ডের ফলে ২০১৪ সালে নাইজেরিয়ার অবস্থান দ্বিতীয়।

উল্লেখ, বর্তমানে বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু নাইজেরিয়া কেন্দ্রিক নয়, বরং সন্ত্রাসী এ দলটি চাদ ও ক্যামেরুনের ন্যায় অন্যান্য আফ্রিকান দেশগুলোতেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।#