‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১ ডিসেম্বর ২০১৫

৫:২৯:৫২ AM
722407

বিস্ফোরণ ঘটানোর পূর্বে আত্মঘাতী ব্যক্তি নিহত + ছবি

সন্ত্রাসী হামলা চালানোর পূর্বে বাগদাদের দক্ষিনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএসআইএলের এক আত্মঘাতী সন্ত্রাসীকে চিহ্নিত ও হত্যা করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা- : ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের উপর আত্মঘাতী হামলার উদ্দেশ্যে আসা আইএসআইএলের ঐ সন্ত্রাসীকে চিহ্নিত করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে হত্যা করতে সক্ষম হয়। বাগদাদের দক্ষিন বাগদাদ-কারবালা রুটে ঐ আত্মঘাতী ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আত্মঘাতী ঐ ব্যক্তি তার সাথে এক্সপ্লোসিভ বেল্ট বিস্ফোরণের মাধ্যমে বিপুল সংখ্যক যায়েরকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচক্ষণতায় আত্মঘাতীর পরিকল্পনা ভেস্তে যায়।

এদিকে, কারবালা যেয়ে সমাপ্ত হয় এমন সকল রুটসহ নাজাফ কারবালা ও কাযেমাইনের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন করেছে ইরাক।

ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষ্যে কারবালায় নজীরবিহনী লোক সমাগমের কারণে আইএসআইএলের মত তাকফিরী সন্ত্রাসীরা এ ধরণের সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে থাকে।

উল্লেখ্য, প্রতি বছর ইরাকের বিভিন্ন শহরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ কোটিরও অধিক আহলে বাইত (আ.) এর ভক্ত পবিত্র কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজারে উপস্থিত হয়ে কারবালার শহীদদের চল্লিশা পালন করে থাকে।#

এক্সপ্লোসিভ বেল্টসহ আত্মঘাতী ব্যক্তি