‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শনিবার

৫ ডিসেম্বর ২০১৫

১২:৫১:২০ AM
723057

খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র চেহলাম পালিত

ইমাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা- : হযরত ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র চেহলাম উপলক্ষে গতকাল শুক্রবার ০৪ ডিসেম্বর বিকাল ২টা ৩০ মিনিট নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে খুলনা বিভাগীয় কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা এবং শোক ও মাতম-মিছিল।

ইমাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে ৬১ হিজরী সনে কারবালার মরুপ্রান্তরে মহানবী (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আঃ) এর নানার দ্বীন প্রতিষ্ঠায় মহান আত্মত্যাগের ইতিহাসের প্রতি আলোকপাত করে বলেন, ইমাম হোসাইন (আঃ) হক ও বাতিলকে চিহ্নিত করে তাঁর শাহাদাতের মাধ্যমে ইসলামের যে শাশ্বত রূপ প্রতিষ্ঠা করেছিলেন সেকারণেই আজ ইসলাম ধর্ম চিরন্তন। তাঁর চল্লিশা পালন আমাদেরকে সেই ইতিহাসই স্মরণ করিয়ে দেয়। তাই আজকে ইমাম হোসাইনে’র (আ.) শাহাদতের চেতনায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইয়াজিদি শক্তির মোকাবেলায় যে কোন আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্ম মত ও বিশ্বাসের মানুষ পরস্পর সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্মমত অনুসরণ ও প্রচার করে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের সকল ষড়যন্ত্র বাংলাদেশের তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে নস্যা করে দেবে। এদেশে ইসলামের নামে উগ্র সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম, শান্তি বিঘ্নকারীরা ইসলামের অনুসারী হতে পারে না। ইসলামের নামে যারা বিশৃঙ্খলতার সৃষ্টি করে তারা ইসলাম বিরোধী শক্তির হাতকেই শক্তিশালী করছে। তাদের বিরুদ্ধে শান্তিকামী সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মর্সিয়া পাঠ করেন জনাব আতিয়ার রহমান। এসময়ে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যাইদী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন, হুজ্জাতুল ইসলাম মোঃ আনিছুর রহমান, মাওলানা শহিদুল হক, হুজ্জাতুল ইসলাম সাজেদুল হক প্রমুখ।

আলোচনা শেষে একটি শোক ও শোক মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ইমাম বাড়িতে গিয়ে শেষ হয়। বৃহত্তম এ শোক মিছিলে খুলনা বিভাগে বসবাসকারী শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

 

এছাড়া গত মঙ্গলবার সাতক্ষীরার নূরনগর এলাকায় ইমাম হুসাইন (আ.) এর চেহলাম (চল্লিশা) উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ শোক অনুষ্ঠান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। এছাড়া নূরনগর ওয়ালি আসর মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম সাজেদুল ইসলাম ও জনাব রমজান আলী প্রমূখ।

গত বুধবার দেবহাটা উপজেলায় অবস্থিত ইমাম বাড়িতে এ দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ শোক অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন জনাব রমজান আলী, ড. রফিকুল ইসলাম, আলহাজ মোশাররফ আলী খান, জনাব ইউনুস আলী গাজী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ইব্রাহিম খলিল রাজাভি।

এদিকে গত বৃহস্পতিবার পারুলিয়া এলাকায় চেহলাম উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ শোকানুষ্ঠান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ইউনুস আলী গাজী।

উল্লেখ্য, মার্সিয়া পাঠ, বক্তৃতা ও মাতম মিছিল ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।#