‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৫ ডিসেম্বর ২০১৫

৪:০৬:৪১ AM
723065

শাইখ নেমেরের ছবি হাতে হুসাইন (আ.)-এর চল্লিশায় অংশগ্রহণ (ছবি)

চল্লিশার রাতে আয়াতুল্লাহ শাইখ নেমেরের প্লেকার্ড হাতে তৃতীয় ইমাম হযরত ইমাম হুসাইন (আ.) এর মাজার যেয়ারত করেছেন সৌদি শিয়ারা।

সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে কারবালার উদ্দেশ্যে আসা এ সকল মানুষ –যার বিরাট একটি অংশ কাতিফ শহরের- আয়াতুল্লাহ নেমেরের ছবি সম্বলিত প্লেকার্ড ও ব্যানার নিয়ে কারবালায় পৌঁছান।

এ দেশের শিয়ারা কারবালা-নাজাফ রুটের বিভিন্ন স্থানে এমনকি পবিত্র কারবালা শহরে সেবামূলক স্টল প্রস্তুত করে ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের সেবাদান করেছেন।

চল্লিশার রাতে ইমাম হুসাইন (আ.) এর মাজারে প্রবেশের সময় ঐ প্লেকার্ডগুলো হাতে রাখে সৌদি শিয়ারা। সৌদি আরবের বিশিষ্ট আলেম ও শিয়া নেতার ছবি উঁচু করে ধরে তার পক্ষ থেকে এ সময় সম্মিলিতভাবে যেয়ারত পাঠ করা হয়।

বলাবাহুল্য, ২০১২ সালে সৌদি জনগণের সাধারণ নাগরিক অধিকার আদায়ের দাবীতে করা মিছিলের পর সৌদি আরবের সনামধন্য এ আলেমকে ২০১২ সালে আটক করা হয়। তার বিরুদ্ধে কথিত জাতীয় নিরাপত্তা নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে তার শিরোচ্ছেদের রায়ও দিয়েছে সৌদি রাজতন্ত্রের ইশারায় পরিচালিত আদালত। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন অন্যায় ও অযৌক্তিক এ রায়ের নিন্দা জানিয়েছে ইতিমধ্যে।#