‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৫ ডিসেম্বর ২০১৫

৪:২১:৫০ AM
723069

হযরত যায়নাব (সা. আ.)-এর মাজারে চল্লিশার অনুষ্ঠান

শিয়া ও সুন্নি মুসলমানদের অংশগ্রহণের মধ্য দিয়ে ইমাম হুসাইন (আ.) এর প্রাণপ্রিয় সাথীদের শাহাদতের চল্লিশতম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : সিরিয়ার দামেস্ক শহরে অবস্থিত ইমাম হুসাইন (আ.) এর বোন ও কারবালার বার্তা বাহক হযরত যায়নাব (স.) এর মাজারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। যায়নাবিয়া এলাকায় বসবাসরত সুন্নি মুসলিমরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পাশাপাশি এতে অংশগ্রহণ করেছেন ইরান, আফগানিস্তান, ইরাক, ওমান, বাহরাইন, পাকিস্তান, সৌদি আরব ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আহলে বাইত (আ.) এর ভক্ত ও সিরিয়ার বিভিন্ন শহরের জনগণ।

বলাবাহুল্য, এ দিবসকে সামনে রেখে গত বৃহস্পতিবার ইরাকের পবিত্র কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) এর মাজারে ইরাকের বিভিন্ন শহরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ কোটি ৭০ লক্ষাধিক লোকের সমাগম ঘটে।#