‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার

১১ ডিসেম্বর ২০১৫

৩:২৬:৩২ PM
724258

ঢাকায় বিরুনি আন্তর্জাতিক সম্মেলন শুরু

বিশিষ্ট মনীষী আবু রায়হান বিরুনি সম্মেলন গতকাল (১০ ডিসেম্বর) ঢাকার ফার্‌স হোটেল অডিটোরিয়ামে শুরু হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইরানের বিশ্ববরেণ্য মনীষী আবু রায়হান বিরুনির (আল-বিরুনি) ৯৬৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বিরুনি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। আল-বিরুনি ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকাস্থ ফার্‌স হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলন দেশী-বিদেশী বিশিষ্ট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও নাত-এ রাসুল (স.) পরিবেশনের পর উদ্বোধনী বক্তব্য রাখেন আবু রায়হান বিরুনী ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফে. ড. ওয়ালিউল ইসলাম। এতে কী নোট পেপার উপস্থাপন করেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আগত প্রফে. ড. ভিক্টর শ’ এবং আইএসটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফে. ড. শাহিদা রফিক।

এছাড়া বক্তব্য রাখেন প্রফে. ড. ইয়াং লি, প্রফে. ড. হোসনে আরা বেগম (টিএমএসএসে’র প্রতিষ্ঠাতা), প্রফে. ড. কুলসুম আবুল বাশার, ড. আলী রেজা তাহেরি (ইরান), ড. মুহসেন নুরায়ী (ইরান), ড. হাবিবুল্লাহ হালিমি জেলুদার (ইরান), প্রফে. ড. মনসুর আলম (ভারত), ড. শাহজাহান কবীর প্রমূখ।

প্রফে. ড. আবু মুসা আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের পায়ামে নূর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফে. ড. আলী আসগার রুস্তামি আবুসায়িদি।

অনুষ্ঠানটির পরিচালনা করেন মোঃ ইউনুস আলী গাজী ও শিরিনা বিথী।

উল্লেখ্য, আগামীকাল (শনিবার, ১২ই ডিসেম্বর) একই ভেন্যুতে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৫ টায় অনুষ্ঠানটি শুরু হবে।#