‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

২৩ ডিসেম্বর ২০১৫

৫:০১:২৪ PM
726528

ক্যামেরুন সেনাবাহিনীর হামলায় নাইজেরিয়ার ৭০ জন গ্রামবাসী নিহত

ক্যামেরুনের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ৭০ জন গ্রামবাসীকে হত্যা করেছে।

আবনা ডেস্ক : ক্যামেরুনের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ৭০ জন গ্রামবাসীকে হত্যা করেছে।
ক্যামেরুন সেনাবাহিনী গত রোববার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বরনো রাজ্যে গাওজা এলাকায় অভিযান চালায় বলে গ্রামবাসীরা জানিয়েছে। তারা জানায়, সেনাবাহিনী কিরওয়া জিমি গ্রামে অনুপ্রবেশ করে তাকফিরি বোকো হারামের অবস্থান জিজ্ঞাসা করার পর গ্রামবাসীদের ওপর বিনা উস্কানিতে সরাসরি গুলি চালায়।
জিমনার স্থানীয় কমান্ডার মোহাম্মদ আবা গত মঙ্গলবার বলেন, কি হচ্ছিল আমরা তা বুঝতে পারছিলাম না।তবে ক্যামেরুন সেনাবাহিনী হঠাৎ করে আসল এবং তারা বোকো হারাম সন্ত্রাসীদের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে।
তিনি বলেন, কোনো কিছু বোঝে উঠার আগেই সেনারা গুলি চালাতে লাগল। এতে আমরা ভয়ে পেয়ে যায় এবং আমরা জীবন বাচাঁতে দৌড়ে পালাতে থাকি। গ্রামবাসীরা ফিরে এসে ৭০ ব্যক্তির লাশ দেখতে পায় বলেও জানান তিনি।#