‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শুক্রবার

২৫ ডিসেম্বর ২০১৫

৩:১৪:০৩ AM
726765

বিশ্বনবী (সা)'র জন্ম-বার্ষিকী : শুরু হলো ইসলামী-ঐক্য সপ্তাহ

বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল।

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল।
বার্তা সংস্থা ইকনা : বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে গতকাল থেকে ইরানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ইসলামী ঐক্য সপ্তাহ পালন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।
আজ হতে ১৪৯০ চন্দ্র বছর আগে তথা হিজরতের ৫৩ বছর আগে ৫৭০ খ্রিস্টীয় সনের এ দিনে (১২ই রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) জন্মগ্রহণ করেন বলে কোনো কোনো সূত্রে উল্লেখ করা হয়। এ উপলক্ষে মহানবীর শানে পেশ করছি অশেষ দরুদ ও সবাইকে জানাচ্ছি মুবারকবাদ।
অবশ্য বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল।
৫ দিনের এই ব্যবধানের মধ্যে সেতু-বন্ধন হিসেবে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (র.) এই দিনগুলোর মধ্যে (১২-১৭ রবিউল আউয়াল) ইসলামী ঐক্য সপ্তাহ পালনের প্রথা চালু করেছেন।
গত তিন দশকেরও বেশি সময়ের ধরে এই ঐক্য সপ্তাহ শিয়া ও সুন্নি মুসলমানের ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও ১৭ রবিউল আউয়াল বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাফর সাদিক (আ)’রও জন্ম বার্ষিকী। তিনি ৮৩ হিজরি বর্ষের এই দিনে জন্ম গ্রহণ করেন।
ইরানে এ বছরও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন। ২৯তম এ সম্মেলনে বিশ্বের ৭০টি দেশের ৩০০ জন ইসলামী চিন্তাবিদ ও আলেম যোগ দেবেন। এতে ইরানেরও ৩০০ জন প্রখ্যাত ব্যক্তিত্ব অংশ নেবেন বলে মুসলিম মাজহাবগুলোর নৈকট্য বিষয়ক বিশ্ব ফোরামের মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি জানিয়েছেন।#